DYFI Brigade Rally: ‘ওই ডেঁপোটা…’, মহম্মদ সেলিমের নিশানায় অভিষেক – mohammed salim cpim leader at dyfi rally brigade ground attacks tmc mp abhishek banerjee


‘আমি ওঁকে ভাইপো বলি না, আমি ওঁকে ডেঁপো বলি।’ ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। জেলযাত্রা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ তোলেন তিনি।

সেলিম এদিন বলেন, ‘আমি ওটাকে ভাইপো বলি না। অনেকে বলে। আমি ওঁকে ভেঁপু বলি। অনেকে আবার ওঁকে ডেঁপো বলি।’ তিনি ইঙ্গিত করেন, দিল্লি গিয়ে একশো দিনের টাকা আনার প্রচেষ্টা হলেও ওটা আদতে লোক দেখানো। সেলিমের কথায়, কিছু মাস আগে হয়ে যাওয়া জি ২০ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিন ধরে গিয়ে দিল্লিতে ছিলেন। এর আগে যোজনা পর্ষদের বৈঠক তিনি না গেলেও, এখানে তিন দিনের ডিনার পার্টিতে তিনি গিয়েছিলেন।

বাংলায় কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা শুরু করতেই ‘ভাইপো’ বাঁচাতে উনি ‘পা ধরেছেন’ বলে আক্রমণ সেলিমের। সেলিম জানান, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকে অনেকেই জেলে গিয়েছেন। সেলিম জানান, ‘ উনি এখানে মিডিয়াকে লোক দেখালেন, একশো দিনের টাকা আনতে যাচ্ছেন, ওখানে গিয়ে বলছেন দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাচিঁয়ে দে।’

DYFI Brigade Rally : ‘বামপন্থীরা রক্তবীজের ঝাড়…’, শূন্য থেকে শুরুর টনিক মীনাক্ষীর
দুর্নীতি ইস্যুতে বিজেপির সঙ্গে তৃণমূলের যোগসাজশের তত্ত্ব খাঁড়া করেন সেলিম। তাঁর কথায়, নিজাম প্যালেস অভিযান করছিল বামেরা। এরপরেই পুরসভা দুর্নীতি থেকে খাদ্য দফতর এবং রেশন দুর্নীতি নিয়ে কিছুদিনের জন্য তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তারপরেও সঠিক পথে তদন্ত এগোচ্ছে না বলে দাবি তাঁর। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর পরীক্ষা করতে কেন ছয় মাস লেগে গেল সেনিয়েও প্রশ্ন তোলেন সেলিম।
সেলিম এদিন জানান, বিজেপি ক্ষমতায় আসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে। তাঁর কথায়, ‘বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, বিগত ২০১৪ সাল থেকে ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সম্পত্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ওই সময় দিল্লিতে এসেছে বিজেপি। আসলে বিজেপি যবে থেকে এসেছে, তৃণমূলের হাত শক্ত হয়েছে। যখন চৌকিদারই চোর, তখন কী আর হবে’। তবে দুর্নীতি থেকে তৃণমূলকে কোনও ভাবেই আইনের হাত থেকে রক্ষা করা যাবে না বলেই দাবি তাঁর। মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে সেলিম বলেন, ‘ওঁর একটাই লক্ষ্য, পরিবারকে রক্ষা করা।’ আগামী দিনে মানুষের কাছে বিচার পাবে বলেই দাবি করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *