Bhangar Police Station,চ্যালেঞ্জ নিয়েই আজ থেকে যাত্রা শুরু ভাঙড় ডিভিশনের – bhangar division under kolkata police start journey from today


এই সময়, ভাঙড়: কলকাতার নামকরা থানা কিংবা গোয়েন্দা দপ্তরের দাপুটে অফিসার থেকে বদলি হয়ে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন কয়েকজন পুলিশ অফিসার। তারুণ্যের উপর গুরুত্ব দিয়ে কলকাতার আট জন সফল অফিসারকে ভাঙড় ডিভিশনের চারটি থানার ওসি ও অতিরিক্ত ওসি করা হয়েছে। চারটি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ডও আজ থেকে কাজ শুরু করবে। সবমিলিয়ে দুশোরও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার।

রবিবারই অনেক পুলিশকর্মী চলে আসেন এলাকা পরিদর্শনে। চারটি নতুন থানার পরিকাঠামো দেখার পাশাপাশি তাঁরা কথা বলেন পুরোনো থানার অফিসারদের সঙ্গে। অনেককে দেখা যায় এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলতে। সবার মনে একটাই আশঙ্কা, তাঁরা কি পারবেন ভাঙড়ে আইনশৃঙ্খলা সামলাতে? কলকাতার যে কোনও থানার থেকে আকার আয়তনে বড় ভাঙড়ের চারটি থানার সীমানা। রাস্তায় স্ট্রিট লাইট নেই।

এলাকায় পর্যাপ্ত সিসিটিভি নেই জেনে উদ্বিগ্ন সদ্য দায়িত্ব পাওয়া পুলিশ অফিসাররা। ভাঙড়ের বাসিন্দাদের মধ্যে হেলমেট পরা নিয়ে ব্যাপক অনীহা আছে। বেশিরভাগ গাড়ির সঠিক কাগজপত্র থাকে না। রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে ট্রাক-বাস। সে সব সামলে ট্র্যাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশকর্তারা।

সোমবার মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে রবিবার ফুল দিয়ে সাজানো হয়েছে নতুন থানার ভবনগুলি। বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে ইন্টারনেট সংযোগ, সিসি ক্যামেরা, ওয়্যারলেস ব্যবস্থা এবং ট্র্যাফিক সিগন্যালের জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড় ও কাশীপুর থানাকে ভেঙে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের চারটি থানা করা হচ্ছে।

ভাঙড় থানাকে ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা, অন্যদিকে কাশীপুর থানাকে ভেঙে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা করা হচ্ছে। পর্যায়ক্রমে মাধবপুর, বোদরা, হাতিশালা ও বিজয়গঞ্জ বাজার থানাও চালু করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উদ্বোধনের আগে ভাঙড়ে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা থানার খুঁটিনাটি খতিয়ে দেখতে আসেন। রবিবার সকাল থেকে ভাঙড়, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর ও পোলেরহাট থানায় আসেন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। তাঁরা এ দিন এলাকার পরিবেশ, পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, সাধারণ মানুষের সমস্যা-সহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর শুরু করেন। ভাঙড় ও কাশীপুর থানার পুরোনো কয়েকজন অফিসার ও কনস্টেবলকে রাখা হচ্ছে কলকাতা পুলিশকে সহায়তা করার জন্য।

সিসিটিভি বসছে ভাঙড়ের রাস্তায়
পূর্বতন ভাঙড় ও কাশীপুর থানার ওসিদের বারুইপুর হেড কোয়ার্টারে ট্রান্সফার করা হলেও ভাঙড়ের সিআই থাকছেন। ভাঙড়ের সার্কেল ইনস্পেক্টর প্রশান্ত চট্টোপাধ্যায় এতদিন কাশীপুর, জীবনতলা থানা ও ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি শুধু জীবনতলা থানা ও ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির দায়িত্বে থাকবেন। পাশাপাশি ভাঙড় ও কাশীপুর থানার সুপারভিশনের জন্য যে ডিএসপি (ক্রাইম) পদমর্যাদার অফিসার ছিলেন, সেই পদের বিলোপ হবে বলে সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *