Kalyani AIIMS OPD Booking : কল্যাণী AIIMS-এর আউটডোর খোলা কখন-বুকিং কী ভাবে? জানুন খুঁটিনাটি – kalyani aiims opd booking system know the details


রাজ্যের অন্যতম প্রসিদ্ধ চিকিৎসাকেন্দ্র Kalyani AIIMS। রাজ্যের দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন এই প্রতিষ্ঠানে। Kalyani AIIMS-এ বহির্বিভাগে চিকিৎসা করানোর সুযোগ রয়েছে। সোম থেকে রবি একাধিক রোগের চিকিৎসার জন্য বহির্বিভাগ চালু থাকে। সম্প্রতি এই হাসপাতালে আইপিডি সার্ভিস চালু করা হয়েছে। ইসিজি, ইইজি করার সুযোগ রয়েছে। এছাড়াও বায়োকেমিস্ট্রি টেস্ট এর সুযোগ রয়েছে এই হাসপাতালে।

কবে কোন OPD ( বহির্বিভাগ)?

ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন – সোমবার থেকে শুক্রবার
সিটিভিএস – সোমবার, বুধবার ও শুক্রবার
কার্ডিওলজি – সোমবার এবং বুধবার
অপথেমোলজি – সোমবার থেকে শুক্রবার
ইএনটি – বৃহস্পতিবার
গায়নোকলিজি – সোমবার থেকে শুক্রবার
সাইক্রিয়াট্রি – শুক্রবার
পেডিয়াট্রিক – প্রতিদিন খোলা থাকে ( Adolescent and Transition Clinic মাসের শেষ শুক্রবার)
জেনারেল মেডিসিন – সোম থেকে শুক্রবার
আইডি ক্লিনিক – বুধবার ও শুক্রবার
নেফ্রলজি – বুধবার ও শুক্রবার
নিউরো সার্জারি – মঙ্গলবার ও বৃহস্পতিবার
অর্থোপেডিকস – সোমবার থেকে শুক্রবার
ইউরোলজি – সোম, বুধ ও শুক্রবার
এন্ডক্রিনলজি – বুধবার বাদে প্রতিদিন
পালমোনারি মেডিসিন – সোম বুধবার ও শুক্রবার
গ্যস্ট্রো – বুধবার ও শুক্রবার

কল্যাণী এইমসের চিকিৎসকরা

কল্যাণী এইমসের চিকিৎসকরা

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • সোম থেকে রবিবার ওপিডি খোলা থাকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
  • সকাল সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত রেজিস্ট্রেশান করা যায়।
  • ফোনে এবং AIIMS Swasthya App এর মাধ্যমে বুক করা হয়।
  • সরাসরি হাসপাতালে গিয়ে ওপিডি রেজিস্ট্রেশান করতে গেলে প্রথমে আপনাকে একটি টেম্পোরারি সিরিয়াল নম্বর। সেটা সহযোগে ওপিডি সেখানের রেজিষ্টেশন ডেস্ক যাবেন। সেখানে গিয়ে আপনি ফাইনাল রেজিস্ট্রেশান করতে পারবেন।
  • অ্যাপের মাধ্যমে বুক করতে হলে প্রথমে AIIMS Swasthya App ডাউনলোড করে নিজের ফোন নম্বর দিতে রেজিস্ট্রেশন করবেন। এরপর রোগীর বিস্তারিত তথ্য দিয়ে আপলোড করবেন। এরপরেই অ্যাপ থেকে বুকিংয়ের অপশন পেয়ে যাবেন।
  • যে কোনও প্রয়োজনের জন্য 033 – 29516004 নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও 9477717030 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

গুরুত্বপূর্ণ রুম নম্বর

এন্ডোক্রিনোলজি: ওপিডি রুম নং 434
জেনারেল মেডিসিন: ওপিডি রুম নং 1
চর্মরোগ: OPD রুম নং 2
কার্ডিও-থোরাসিক সার্জারি: OPD রুম নং 149
নিউরো সার্জারি: OPD রুম নং 308
অর্থোপেডিকস: OPD রুম নং 1
ইউরোলজি: OPD রুম নং 123
সাইকিয়াট্রি: ওপিডি রুম নং 1
জেনারেল সার্জারি: OPD রুম নং 3
চক্ষুবিদ্যা: ওপিডি রুম নং 4
শিশুরোগ: ওপিডি রুম নং 5
ENT: OPD রুম নং 1
পালমোনারি মেডিসিন: ওপিডি রুম নং 470

কী ভাবে যাবেন?

কলকাতা থেকে 40 কিমি দূরে অবস্থিত কল্যাণী এইমস। বারাসত থেকে জাতীয় সড়ক 34 ধরে বা বেলঘরিয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন হাসপাতালে। রেলপথে কল্যাণী যাওয়ার যে কোনও ট্রেন ধরে সেখান থেকে এইমস হাসপাতালের দূরত্ব 6.8 কিমি। যে কোনও গাড়ি ধরে পৌঁছে যেতে পারেন হাসপাতালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *