কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপট বাড়তে পারে। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা কমতে পারে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। কলকাতায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। নতুন করে একটি শীতের স্পেল আসতে পারে। চার থেকে পাঁচ দিনের একটি ঝোড়ো ইনিংস খেলতে পারে আবহাওয়া। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। ফের নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। রাজ্যে পুবালি হাওয়ার উপর ভর করে প্রবেশ করছে জলীয় বাষ্প। এর ফলে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আকাশ। আগামী দু’তিনদিন একই থাকবে তাপমাত্রার পারদ।
দক্ষিণে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা। সকালে কুয়াশা এবং দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও পারদ পতনের সম্ভাবনা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে রাজ্যে। বুধ এবং বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে সেই সময় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এরপরেই শীতের আরও একটি ঝোড়ো ইনিংসের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
বিহার সংলগ্ন উত্তরবঙ্গের দুই থেকে একটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে। তাপমাত্রার খুব একটা বদলের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন।