Mamata Banerjee : ‘প্ররোচনায় পা দেবেন না,’ গঙ্গাসাগরের গিয়ে বার্তা মমতার – cm mamata banerjee visits preparation of gangasagar mela 2024


হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে এই বছরের গঙ্গাসাগর মেলা। আর মেলা শুরুর আগে প্রতিবারের মতো এবারেও প্রস্তুতি পরিদর্শন করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় কাউকে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ছোট খাটো কোনও ঘটনাকে গিয়ে যেন উত্তেজনা না ছড়ায়। কেউ কোনও প্ররোচনায় পা দিলেও আপনারা ছড়াতে দেবেন না। আমি মনে করি যেখানে ৮০ লাখ-৯০ লাখ মানুষ আসেন, সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড়। একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় পদপিষ্টও হয়ে যায়।’

এদিন গঙ্গাসাগরের উন্নয়নের বিষয়েও বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘আগে যখন গঙ্গাসাগরে আসতাম, কিছুই ছিল না, সব ভোঁ ভা। এখন গঙ্গাসাগরে সব সেট-আপ তৈরি হয়েছে।’ এক্ষেত্রে সবই বর্তমান রাজ্য সরকার তৈরি করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গঙ্গাসাগরের আলোর জন্য ৮ কোটি টাকা খরচ হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, সাগর ও আশেপাশের এলাকায় ৬১ কোটি ৫০ লাখ টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করা হয়েছে সাগর ব্লকে একটি বড় পানীয় জল প্রকল্প। খরচ হয়েছে ৪৩ কোটি ২০ লাখ টাকা। উদ্বোধন হয়েছে পাথরপ্রতিমা ব্লকের গঙ্গা সেতুর, খরচ পড়েছে ৭ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়ও আরও বেশকিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *