প্রয়াত হয়েছেন রাশিদ খান। ক্যান্সার নিয়ে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হল শিল্পীর। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন রাশিদ খান। আজ সকাল থেকেই অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। ভোররাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে পাঠানো হয় বলে চিকিৎসকেরা জানান। কিন্তু তাঁদের সমস্ত চেষ্টা বিফলে পাঠিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জয়া শীলকে সঙ্গে নিয়ে হাসপাতালে এলেন বিক্রিম ঘোষ। জয়া শীল জানান, ‘অনেক স্মৃতি রয়েছে, বিক্রমের সঙ্গে ভালো বন্ধুত্ব, ওনাকে হারানোটা মানতে পারছি না’। তিনি আরও বলেন, ‘উনি সবার হৃদয়ে থাকবেন’। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। রাশিদ খানের মৃত্যুর পর শোকপ্রকাশ আর কে কে করলেন? সেইসব জানতে আপনাদের চোখ থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.