Calcutta High Court : বিচারপতির স্বামীর মামলার শুনানি শুক্রবার – calcutta high court judge husband case to be heard on friday


এই সময়, নয়াদিল্লি: সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগের ভিত্তিতে রাজ্য সিআইডিকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে পেশায় আইনজীবী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে। যাঁর স্ত্রী কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি।

এই মামলায় তদন্তকারী সংস্থা এদিন মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেয়। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এদিন মামলাকারীর আইনজীবীকে সেই রিপোর্ট দেখে তাঁর বক্তব্য জানাতে বলেছে। আগামী ১২ জানুয়ারি, শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। এদিন মামলাকারীর আইনজীবী সঞ্জয় হেগড়ের কাছে বিচারপতি দত্ত জানতে চান, তিনি তো তদন্তের অগ্রগতি চেয়েছিলেন, সেটা হয়েছে তো?

হেগড়ে জানান, তদন্ত নিরপেক্ষও হওয়া প্রয়োজন। স্টেটাস রিপোর্ট দেখে বিচারপতি খান্না বলেন, ‘সিআইডি প্রভাবিত না-হয়ে তদন্ত চালাচ্ছে বলে দেখা যাচ্ছে।’ মামলাকারীর দাদার আইনজীবী এস নাগামুথু আবার সওয়াল করেন, এক্ষেত্রে ফৌজদারি তদন্তের কোনও প্রয়োজন নেই। সব পক্ষের বক্তব্য শুনে বেঞ্চ এই মামলাটি শুক্রবারের তালিকায় রাখার নির্দেশ দেন।

Justice Abhijit Gangopadhyay : ‘তিনি কি আসামী?’ বিচারপতি সিনহার স্বামীর কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের
সূত্রের খবর, এদিনের সওয়াল-জবাব চলাকালীন প্রতাপচন্দ্রের আইনজীবী বিকাশ সিং এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানান। নাগামুথুও তাতে সমর্থন করেন। যদিও বেঞ্চ এদিন আপাতত এই আবেদনে সায় দেয়নি। প্রসঙ্গত, সম্পত্তি সংক্রান্ত একটি মামলার তদন্তে এক পক্ষের হয়ে প্রভাব খাটাচ্ছেন আইনজীবী প্রতাপচন্দ্র—এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক প্রৌঢ়া বিধবা। সেই মামলায় প্রতাপচন্দ্রকে জিজ্ঞাসাবাদও করেছে সিআইডি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *