Mamata Banerjee : ‘গুণ্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা,’ প্রশাসনকে সাফ নির্দেশ মুখ্যমন্ত্রীর – cm mamata banerjee orders administration to take action against miscreants to maintain law and order


দক্ষিণ ২৪ পরগনার বুকে ভাড়াটে গুণ্ডাদের বাড়বাড়ন্ত রুখতে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। মঙ্গলবার জয়নগরে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ জেলার বেশকিছু জায়গার নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি শুধু প্রশাসনকে বলব এই জায়গাগুলিতে, কিছু ভাড়াটে গুণ্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে। ২-৩ জন কে সম্ভবত, একজনকে। ভাড়াটে গুণ্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন। এত টাকা পায় কোথা থেকে। মানুষ খেতে না পারলে ৫ টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য ১৩ লাখ-১৫ লাখ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুণ্ডা আমদানি করে কুন খারাপি করবে এটা হবে না। বাংলা শান্তির জায়গা। এরপরেই মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলা কোনও ভেদাভেদ করে না। বাংলা মুসলমানদের মক্কা-মদিনা, বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর-বেলুড়মঠ।’

প্রসঙ্গত গত নভেম্বর মাসে কালীপুজোর সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটাৈ এলাকাজুড়ে। পালটা হামলাকারীকে মধ্যে একজনকে পিটিয়ে মারে জনতা। ১০ টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

অন্যদিকে এদিন জয়নগর-সহ গোটা জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের মোয়া ও এবং সুন্দরবনের মধুর জি আই ট্যাগ পাওয়ার জন্য, সংশ্লিষ্ট সমস্ত মানুষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম শ্রেণির সবুজসথীর সাইকেল এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দিয়ে দেওয়ারও নির্দেশ দেন তিনি।

বিস্তারিত আসছে…

প্রীতম বন্দ্যোপাধ্যায় এর বিষয়ে

প্রীতম বন্দ্যোপাধ্যায়
প্রীতম বন্দ্যোপাধ্যায় ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার

গত কয়েক বছর যাবত সাংবাদিকতার সঙ্গে যুক্ত প্রীতম। টেলিভিশন হোক বা ডিজিটাল মিডিয়া, সমস্ত মাধ্যমেই তিনি সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ফিল্ড রিপোর্টিং এবং ক্যামেরার সামনে ও পিছনে কাজের বিচিত্র অভিজ্ঞতা। বর্তমানে যুক্ত এই সময় ডিজিটাল-এর আঞ্চলিক সংবাদ ডেস্কে। রাজনীতি ছাড়াও খবরের বিভিন্ন আঙ্গিকে তাঁর যাতায়াত রয়েছে। অবসরে বাংলা লোক সংগীত পরিবেশনা, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, বাইক রাইডিং, জঙ্গল সাফারি ও অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর প্রতি রয়েছে প্রীতমের বিশেষ আগ্রহ।Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *