প্রসঙ্গত গত নভেম্বর মাসে কালীপুজোর সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটাৈ এলাকাজুড়ে। পালটা হামলাকারীকে মধ্যে একজনকে পিটিয়ে মারে জনতা। ১০ টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
অন্যদিকে এদিন জয়নগর-সহ গোটা জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের মোয়া ও এবং সুন্দরবনের মধুর জি আই ট্যাগ পাওয়ার জন্য, সংশ্লিষ্ট সমস্ত মানুষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম শ্রেণির সবুজসথীর সাইকেল এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দিয়ে দেওয়ারও নির্দেশ দেন তিনি।
বিস্তারিত আসছে…
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল