Yash: জন্মদিনের সারপ্রাইজে দুর্ঘটনা! নিহত ৩ ফ্যানের বাড়িতে যশ, গাড়ি পিষল আরও এক ফ্যানকে…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণী সুপারস্টার যশ যেমন জনপ্রিয় দক্ষিণী ছবিতে, তেমনই তাঁরা জনপ্রিয়তা গোটা ভারত জুড়ে। প্যান ইন্ডিয়া ছবি ‘কেজিএফ’-এর(KGF) হাত ধরে সারা ভারতেই অভিনেতা যশ(Yash) তাঁর জনপ্রিয়তা ছড়িয়েছেন। গতকাল ছিল এই তারকার জন্মদিন। সেখানেই অভিনেতাকে সারপ্রাইজ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান যশের তিন ফ্যান। সেই ফ্যানের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে ঘটল আরও এক দুর্ঘটনা।

আরও পড়ুন- Ustad Rashid Khan Demise: ‘পরমআত্মীয়কে হারালাম…’, ‘ভাই’ রশিদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন হৈমন্তী শুক্লা…

কর্ণাটকে প্রিয় তারকার জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুমুল। ভক্তরা বেশ আয়োজন করেই তাঁর জন্মদিনটি উদযাপন করতে চেয়েছিলেন। কিন্তু প্রিয় তারকাকে সারপ্রাইজ দিতে দেওয়ালে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হন আরও তিনজন। মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন মর্মাহত যশ। আহতদের দেখতে হাসপাতালেও যান অভিনেতা।

যশ বলেন, ‘যেখান থেকেই আমাকে শুভেচ্ছা জানান, আমার জন্য সেটা হবে ভালো লাগার। এ ধরনের দুঃখজনক ঘটনায় আমার নিজের জন্মদিনকে নিজের ভয় লাগবে। এভাবে ভালোবাসা প্রকাশের প্রয়োজন নেই।আপনাদের ভালোবাসা এভাবে প্রকাশ করবেন না অনুগ্রহ করে। আপনাদের অনুরোধ করছি, ব্যানার টাঙাবেন না, বাইক চেজ করবেন না, বিপজ্জনক সেলফি তুলবেন না। জীবনটাকে এগিয়ে নিন, যেভাবে আমি নিচ্ছি।আপনারা যদি সত্যিই আমার ভক্ত হয়ে থাকেন তাহলে নিজেদের কাজগুলো দায়িত্ব নিয়ে করুন। নিজের জীবনটাকে এবং নিজেকে সুখী ও সফল করে তোলার চেষ্টা করুন। আপনারা আপনাদের পরিবারের সব কিছু। তাদের গর্বিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যান।’

কিন্তু এর মাঝেই ঘটে গেল আরেক দুর্ঘটনা। হাসপাতালে যশ পৌঁছতেই সেখানে জমায়েত হতে থাকে যশের আরও ফ্যানেরা। ভিড় বাড়তেই ঘটল আরেক দুর্ঘটনা। গাড়ির তলায় পিষে মৃত্যু হল যশের আরেক ফ্যানের। জানা যায় পুলিসের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এক বাইক আরোহীর। সেই ঘটনাতেই মৃত্যু হয় আরেক ফ্যানের।  

আরও পড়ুন- WATCH: আমিরের মেয়ের বিয়েতে গান গাইলেন কিরণ, চোখ সরাতে পারবেন না ভিডিয়ো থেকে

প্রসঙ্গত, ২০১৯ সালে নিজের জন্মদিন উদযাপন না করার কথা ঘোষণা করেছিলেন যশ। কিন্তু নায়কের সে কথা মেনে নেননি তাঁর ভক্তরা। যথারীতি পছন্দের নায়কের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। সেদিন ভক্তদের সামনে হাজিরই হননি তারকা। একটা সময়ের পরে নিরাপত্তাবেষ্টনী টপকে এক ভক্ত যশের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। সে সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে আটকাতে যান। তার পরই ঘটে যায় দুর্ঘটনা। নিরাপত্তারক্ষী আটকাতেই যশের ওই ভক্ত গায়ে পেট্রল ঢেলে নিজেকে জ্বালিয়ে দেন। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে দেখতে যশ হাসপাতালে যান দেখা হয় ভক্ত ও তারকার। কিন্তু শেষরক্ষা হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *