Mamata Banerjee News : তৃণমূলের মুখপাত্র পদে রদবদল? নতুন মুখ এনে পুরনো তালিকায় কাটছাঁটের নির্দেশ মমতার – mamata banerjee tmc supremo instruct to reshuffle party spokesperson said by source


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে মুখপাত্র হিসেবে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হতে পারে, বদলও করা হতে পারে কয়েকজন মুখপাত্রকেও। সূত্রের খবর, বুধবার দলের পশ্চিম মেদিনীপুরের নেতানেত্রীদের নিয়ে বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসার পরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

গতবছর মার্চ মাসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় মুখপাত্রদের নামের ঠিক করে দিয়েছিলেন। সেক্ষেত্রে রাজ্যস্তরের মুখপাত্রদের মধ্যে জায়গা পান কুণাল ঘোষ, মানস ভুঁইয়া, পার্থ ভৌমিক, দেবাংশু ভট্টাচার্য, পার্থ প্রতিম রায়, দোলা সেন, মৌসম নূর, রিজু দত্ত, তাপস রায়, বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি, ব্রাত্য বসু, স্নেহাশিস চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার, রিজু দত্ত, অরূপ চক্রবর্তী, তৃণাঙ্কুর ভট্টাচার্যেরর মতো নেতানেত্রীরা।

আবার জাতীয় মুখপাত্রদের তালিকায় যাঁরা ঠাঁই পান তাঁদের মধ্যে ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, জহর সরকার, শশী পাঁজারা হলেন অন্যতম। তবে এবার সেই তালিকা থেকে বাদ পড়তে পারেন কয়েকজন। আবার তালিকায় সামিল হতে পারে নতুন কিছু মুখও। যদিও এই বিষয়ে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি জানা নেই, কোনও মন্তব্য করব না।’

অন্যদিকে বৈঠকের পর তৃণমূল নেতা মানস ভূঁইঞা জানান, গণতন্ত্রে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানস বলেন, ‘যে লোকসভা নির্বাচন আসছে সেখানে বাংলাকে-বাংলার মানুষকে আমরা রক্ষা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলের প্রতিটি কর্মী হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।’

অন্যদিকে নবীন-প্রবীণ ‘দ্বন্দ্ব’ নিয়ে মানস ভুঁইঞাতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের কোনও ঝগড়া নেই। আমরা একসঙ্গে আছি, একসঙ্গে কাজ করছি, আমাদের আশীর্বাদ করেছেন নেত্রী। আমাদের একসঙ্গে কাজ করে ফসল তুলতে হবে মানুষের আশীর্বাদ নিয়ে।’ তিনি আরও বলেন, ‘বাংলায় ভারতে পৃথিবীতে নবীন-প্রবীণ প্রজন্ম তো রয়েছে। নবীন-প্রবীণের কোনও আইটেম নেই, আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি, তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *