Ram Mandir : করসেবা করতে গিয়ে হয়েছিলেন গুলিবিদ্ধ, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত আসানসোলের অভয় – abhay kumar barnwal asansol businessman get invitation in ram mandir opening ceremony


আগামী ২২ জানুয়ারি হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন। দেশের ভিভিআইপি-রা আমন্ত্রণ পাচ্ছেন সেই উদ্বোধনী অনুষ্ঠনে। আর এবার সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভয় কুমার বার্নয়োলা। আগামী ১৯ তারিখ রামমন্দিরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

গুলি খেয়েছিলেন অভয় কুমার
রামমন্দির উদ্বোধনের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে গোটা অযোধ্যাজুড়ে। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন সারা দেশের তাবড় ব্যক্তিত্ব। কিন্তু সেখানে কী ভাবে ডাক পেলেন আসানসোলের এই ব্যবসায়ী? এর নেপথ্যে রয়েছে এক পুরনো ইতিহাস। ১৯৯০ সালের ২১ অক্টোবর করসেবার জন্য অভয় কুমার বার্নোয়াল রওনা দিয়েছিলেন অযোধ্যার উদ্দেশে। কিন্তু বারণসী পৌঁছে দেখা যায় তৎকালিন উত্তরপ্রদেশ সরকার পুলিশ দিয়ে গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলেছে। অনেককেই গ্রেফতার করা হচ্ছে। তিনি সেখান থেকে কোনওক্রমে পালিয়ে পায়ে হেঁটে ২৮ অক্টোবর অযোধ্যা পৌঁছন। সেখানে করসেবা করেন তাঁরা। অভিযোগ, ৩০ অক্টোবর করসেবার পর তাঁদের ওপর গুলি চালানো হয়ে। পায়ে গুলি লেগেছিল অভয় কুমারের। গুলির আঘাতে শরীরের পিছন দিকের আড়াই ইঞ্চি হাড় গুঁড়ো হয়ে যায় তাঁর। তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। অস্ত্রোপচারের ৭২ঘণ্টা পর জ্ঞান ফেরে তাঁর। তবে গুলি খেলেও রামমন্দির গড়ে তোলার আন্দোলন থেকে কোনও দিন সরে আসেননি তিনি। আর শুধু অভয় কুমারই নয়, তাঁর বাবাও একজন রামভক্ত।

Ram Mandir Ayodhya

পরিবারের সঙ্গে অভয় কুমার বার্নোয়াল


আমন্ত্রণ পেয়ে আপ্লুত

এতদিনে অভিয় কুমারের মতো লাখ লাখ রামভক্তর স্বপ্ন পূরণ হচ্ছে। ফলে সেখানে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আপ্লুত তিনি। এই প্রসঙ্গে অভয় কুমার বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। ত্রেতাযুগে রামের ১৪ বছরের বনবাস ছিল। আর এখন কলিযুগে ভগবান রামের সাড়ে ৫০০ বছরের বনবাস হয়েছে। আজ সাড়ে ৫০০ বছর পর তিনি আসছেন অযোধ্যায়।’ তবে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য গোটা পরিবারকে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই তিনি একাই যাবেন বলে জানান এই ব্যবসায়ী। আগামী ১৯ তারিখ রামমন্দিরের উদ্দেশে রওনা দেবেন অভয় কুমার।

অযোধ্যাজুড়ে সাজসাজরব

প্রসঙ্গত, রামমন্দিরের উদ্ধোধনকে ঘিরে এখন সাজসাজরব গোটা অযোধ্যাজুড়ে। মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরটি হবে তিনতলা। সূত্রের খবর, প্রায় ৭০০০ মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বও।

প্রীতম বন্দ্যোপাধ্যায় এর বিষয়ে

প্রীতম বন্দ্যোপাধ্যায়
প্রীতম বন্দ্যোপাধ্যায় ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার

গত কয়েক বছর যাবত সাংবাদিকতার সঙ্গে যুক্ত প্রীতম। টেলিভিশন হোক বা ডিজিটাল মিডিয়া, সমস্ত মাধ্যমেই তিনি সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ফিল্ড রিপোর্টিং এবং ক্যামেরার সামনে ও পিছনে কাজের বিচিত্র অভিজ্ঞতা। বর্তমানে যুক্ত এই সময় ডিজিটাল-এর আঞ্চলিক সংবাদ ডেস্কে। রাজনীতি ছাড়াও খবরের বিভিন্ন আঙ্গিকে তাঁর যাতায়াত রয়েছে। অবসরে বাংলা লোক সংগীত পরিবেশনা, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, বাইক রাইডিং, জঙ্গল সাফারি ও অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর প্রতি রয়েছে প্রীতমের বিশেষ আগ্রহ।Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *