School In West Bengal: ক্লাসে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যু, তুলকালাম স্কুলে – parents protest in alipurduar school over a girl sudden lost life


এই সময়, আলিপুরদুয়ার: স্কুল চলাকালীন ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার শহরের নিউটাউন গার্লস স্কুলে। অভিভাবকদের বিক্ষোভের মাঝে এলাকার বেশ কিছু সমাজবিরোধী জুটে গিয়ে স্কুলে দেদার ইট-পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। স্কুলের গেট ভেঙে ফেলারও চেষ্টা করে তারা। হঠাৎ করে এমন ঘটনায় স্কুলের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষিকারা। চিৎকার শুরু করে ছাত্রীরা। আলিপুরদুয়ার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার বেলা সাড়ে বারোটার পরে আচমকাই ক্লাসে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অনুষ্কা দেবনাথ (১১)। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসার ফুরসত মেলেনি। ছাত্রী মৃত্যুর খবর স্কুলে পৌঁছতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে অভিভাবকরা স্কুলের গেটে জড়ো হন। ছাত্রীটি গত তিন মাস ধরে ‘রেয়ার নিউমোনিয়া’য় ভুগছিল।

অভিভাবকরা প্রশ্ন তোলেন, ছাত্রীটি কঠিন রোগে ভুগছে জেনেও কেন তাকে স্কুলে আসার অনুমতি দিল কর্তৃপক্ষ। উত্তেজনা চরমে উঠলে স্কুলে ছুটে আসেন স্কুল পরিচালন কমিটির সভাপতি মৃদুল গোস্বামী। তাঁর সঙ্গেও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকরা।

West Bengal School : গেটে তালা মেরে প্রধান শিক্ষিকাকে আটকে বিক্ষোভ
মৃদুল বলেন, ‘ছাত্রীটির মৃত্যুর পেছনে স্কুলের কোনও গাফিলতি নেই। সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেও ওকে বাঁচানো যায়নি। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক।’ মৃতার বাবা রাজীব দেবনাথ মেয়ের শোকে কথা বলার শক্তি হারিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষিকা কুসুমিতা মৈত্র দে বলেন, ‘প্রতিটি ছাত্রী আমাদের সন্তানের মতো। গাফিলতির প্রশ্নই ওঠে না। কিন্তু আজ ওই শোকের আবহে আমাদের যে পরিস্থিতির শিকার হতে হয়েছে, তা সত্যিই অনভিপ্রেত।’ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী বলেন, ‘পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *