WBTC Bus: পথে ৭০০ সরকারি বাস, ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের পরিবহণ ব্যবস্থা – west bengal transport department will introduce 700 government bus in no time


অফিস টাইম! বারবার ঘড়ি দেখছেন বছর ৪০-এর প্রবীণ কুমার পাল। তিনি যেই রুটে অফিস যাবেন সেই রুটে বেসরকারি বাসের অভাব নেই। কিন্তু, সরকারি বাস আসে ‘আলে কালে’। তাই বাধ্য হয়ে তাঁকে বেসরকারি বাসেই ভরসা করতে হয়। এবার এই দৃশ্য বদল করতে চাইছে রাজ্যের পরিবহণ দফতর। শীঘ্রই প্রায় ৭০০টি সরকারি বাস রাস্তায় নামবে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৩০০টি বাস নতুন। পাশাপাশি অপর ৪০০টি বাস, যেগুলি এতদিন ডিপোয় পড়ে ছিল সেগুলিকে নতুন করে মেরামত করে নামানো হচ্ছে রাস্তায়। সূত্রের খবর, এই উদ্যোগের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কোন কোন এলাকায় চালু হবে বাস পরিষেবা?
সূত্রের খবর, এই মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলায় সফর করবেন। সেই সময় জেলাবাসীর জন্য এই বাসগুলি উদ্বোধনের সুখবর দিতে পারেন তিনি। ইতিমধ্যেই তৎপর হয়েছে ডব্লুবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি।

কী বলছেন রাজ্যের পরিবহণমন্ত্রী?
স্বাভাবিকভাবেই ৪০০ সরকারি বাস রাস্তায় নামলে অনেকটাই বদলে যাবে রাজ্যের পরিবহণ ব্যবস্থার খলনলচে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই নিয়ে সদর্থক পদক্ষেপ করা হয়েছে। রাজ্য খুব শীঘ্রই ২৭৫টি বাস পেতে চলেছে। একইসঙ্গে একাধিক পুরনো বাসকে সম্পূর্ণ মেরামতি করে,রং করে রাস্তায় নামানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্তমানে বহু বাস ডিপোতে পড়ে রয়েছে। সেগুলিকে সংস্কার করে পথে নামানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের যে গুরুত্বপূর্ণ রুটগুলি রয়েছে সেখানে সরকারি বাস চালানো সম্ভব হবে। ফলে সরকারি বাস চালানো নিয়ে যে অভিযোগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে, অর্থাৎ বাস না পাওয়া নিয়ে তা দূর হবে বলে মনে করা হচ্ছে।

Bus Strike : লরি-ট্রাকের বিক্ষোভে না থাকায় মার, প্রতিবাদে বাস বন্ধ বর্ধমানে
এক নবান্ন কর্তার কথা অনুযায়ী, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা নিজেও দীর্ঘদিন রাজ্যের পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ফলে পরিবহণের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার বিষয়গুলিকে খুব কাজ থেকে প্রত্যক্ষ করেছেন তিনি এবং সংশ্লিষ্ট দফতর নিয়ে তাঁর মধ্যে বিশেষ আবেগ কাজ করছে। তাই সরকারি বাস নিয়ে সাধারণ মানুষের সমস্যার বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *