Bankura: প্রশিক্ষিত ‘আপদ মিত্র’, তবুও নেই কাজ; বিদ্রোহ বাঁকুড়ায়


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘হয় কাজ দিন, না হয় মৃত্যু দিন’, এই স্লোগান তুলে বাঁকুড়ার জেলা শাসকের দফতর চত্বরে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন আপদ মিত্ররা।

হয় কাজ দিন, নাহলে আমাদের মৃত্যু দিন। এই স্লোগান তুলে জেলা শাসকের দফতর চত্বরে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন আপদ মিত্র হিসাবে নিযুক্ত কর্মীরা। বৃহস্পতিবার বাঁকুড়ার জেলা শাসকের দফতরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পরে। কাজ না পেলে এবার আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ায় নিযুক্ত আপদ মিত্ররা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০২০ সালে প্রতিটি ব্লকে দশ জন করে আপদ মিত্র স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেয় রাজ্য সরকার। বাঁকুড়া জেলায় প্রায় ১৪০ জন আপদ মিত্র নিয়োগ করা হয়। 

আরও পড়ুন: Cyber Fraud: চার বারে মোট ৪ লক্ষ ৭৬ হাজার ৭৩৯ টাকা গায়েব! পুলিসের দ্বারস্থ বৃদ্ধ

নিয়োগের পর কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ-এর কাছে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণও নেয় এই আপদ মিত্ররা। রাজ্য সরকার জানিয়েছিল মহামারী, দুর্ঘটনা, অগ্নিকান্ড বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এই আপদ মিত্রদের কাজ দেওয়া হবে।

আরও পড়ুন: Durgapur: ত্রিকোণ প্রেমে খুন প্রিয় বন্ধু, দিদির বাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত

দৈনিক কাজের ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের ভাতা দেওয়া হবে আপদ মিত্রদের। কিন্তু প্রায় চার বছর কেটে গেলেও বাঁকুড়া জেলায় এখনও আপদ মিত্রদের কোনও কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে চূড়ান্ত সমস্যায় বাঁকুড়া জেলার আপদ মিত্ররা। আপদ মিত্রদের দাবী উপযুক্ত প্রশিক্ষণের পর বারেবারে জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও গত চার বছরে একদিনও কাজ মেলেনি। অথচ কোনও প্রশিক্ষণ ছাড়াই মাসের পর মাস ভাতার বিনিময়ে কাজ করে যাচ্ছেন সিভিক কর্মীরা। অবিলম্বে কাজের দাবীতে এবার বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন আপদ মিত্ররা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *