Calcutta High Court News : ‘ED আধিকারিকদের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয়,’ সন্দেশখালিকাণ্ডে পুলিশকে নির্দেশ হাইকোর্টের – calcutta high court has ordered police not to take any drastic step against ed officials till monday


সন্দেশখালিতে আক্রান্ত ইডি কর্তারা। পালটা ইডি কর্তাদের বিরুদ্ধেই এইআইআর দায়ের পুলিশের। ইডি আধিকারিকদের বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ গ্রহণ না করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

ইডির অভিযোগ, সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই পুলিশের তরফে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এমনকী পুলিশের তরফে বারেবারে তাদের দফতরে এসে আধিকারিকদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, এমনটাও আশঙ্কা রয়েছে তাঁদের। আর সেই কারণেই বিচারপতি জয় সেনগুপ্তের এসলাসে আবেদন জানায় ইডি। এর প্রেক্ষিতে বিচারপতি মৌখিকভাবে জানান, সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ ইডির আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ গ্রহণ করতে পারবে না। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

অন্যদিকে বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে আরও একটি মামলা দায়ের করেছে ইডি। সেই মামলায় ইডির আবেদন, সন্দেশখালির ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ যে এফআইআরগুলি দায়ের করেছে, সেগুলি খারিজ করা হোক। আজই সেই মামলার শুনানি রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে। সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ।

মিলল না ED-র বয়ান! কোন মোড় নেবে সন্দেশখালি কাণ্ড?

এদিকে সন্দেশখালির ঘটনায়, সামনে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয়েছে, শেখ শাহজাহানের ২টি নম্বর ছিল তাদের আধিকারিকদের কাছে। ঘটনার দিন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে প্রথমে তাঁরা একটি নম্বরে ফোন করেন। কিন্তু সেই নম্বরটি লাগাতার ব্যস্ত ছিল। তারপর শাহজাহানের অপর একটি নম্বরে ফোন করেন ইডি আধিকারিকরা। দ্বিতীয় নম্বরে রিসিভ করা হয়। তবে যেই মাত্র ইডি আধিকারিকদের তরফে বলা হয় যে তাঁরা তদন্তে এসেছেন, সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে সেই কল কেটে দেওয়া হয়। আর তার কিছু সময়ের মধ্যেই ইডি আধিকারিকদের ঘেরাও করে হামলা চালান শেখ শাহজাহানের অনুগামীরা।

Calcutta High Court News : ‘ED আধিকারিকদের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয়,’ সন্দেশখালিকাণ্ডে পুলিশকে নির্দেশ হাইকোর্টের
সেই ঘটনায় ৩ ইডি আধিকারিক আহত হন। তাঁদের মধ্যে রাজকুমার রাম নামে এক আধিকারিকের গুরুতর আঘাত লাগে। মাথা ফেটে যায় তাঁর। ঝরতে থাকে রক্ত। তড়িঘড়ি তাঁকে সেখান থেকে বের করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দেখা গিয়েছে পালটা ইডি আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পুলিশ। এমনকী ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করার জন্য গতকাল বসিরহাট পুলিশের তরফে এক আধিকারিকও গিয়েছিলেন সিজিওতে। যদিও শেষ পর্যন্ত সেই বয়ান রেকর্ড করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *