Justice Abhijit Ganguly News: ‘বহু বিখ্যাত মানুষ কাজ করলে গেলে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে’, তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit ganguly reacts after tmc mp abhishek banerjee move to supreme court against him


কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এবার এই নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা গেল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে কী মামলা হয়েছে আগে জানি! তারপর কিছু বলার থাকলে বলব। বহু বিখ্যাত মানুষ যাঁরা কাজ করার চেষ্টা করেছেন তাঁদের বিভিন্ন সময় টেনে নামানোর চেষ্টা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কাজ-প্রচার হয়েছে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন বিধবা বিবাহ চালু করেছিলেন তাঁর উপর শারীরিকভাবে হামলা করা হয়।’

এখানেই শেষ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘যে কেউ মামলা করতে পারেন। কেউ বলতে পারেন আমাকে চাঁদ পেড়ে দাও। যিনি মামলা শুনছেন তিনি সিদ্ধান্ত নেবেন। সবসময় তো আলো এবং আঁধার থাকে। আমার যতদূর মনে হয় আমার কাজকর্ম এবং কথাবার্তায় একটা শ্রেণি খুব বিপদে পড়ছে। সময় বদলাচ্ছে। আগে এত চুরি জোচ্চুরি, চাকরি বিক্রি দেখেছেন!’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাতে কোনও বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন, সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূলের যুব নেতা সুদীপ রাহাও সুপ্রিম কোর্টে একটি আর্জি জানিয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁর পদ থেকে অপসারণের আর্জি জানিয়েছিলেন তিনি।

তৃণমূল নেতৃত্বের একাংশের কথায়, ‘কোনও কর্তব্যরত বিচারপতি এই ধরনের মন্তব্য করতে পারে না। এর আগে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কিছু মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সর্বোচ্চ আদালত এই নিয়ে কোনও নির্দেশ দিতে রাজি হয়নি।

Justice Abhijit Gangopadhyay : শাহজাহান বারোটার মধ্য়ে আত্মসমর্পণ করুক, বললেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে যে আবেদন জমা দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাতে বলা হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের অন্দরে এবং বাইরে বাদী বিবাদি পক্ষকে নিয়ে নানান মন্তব্য করছেন। সেই মন্তব্য যাতে কোনওভাবেই তদন্তকে প্রভাবিত না করে সেই জন্য নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

Supreme Court : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক
গতকাল অর্থাৎ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়ার পালটা হিসেবেই এবার উল্লেখযোগ্য মন্তব্য করলেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *