Purba Medinipur News : সমবায় নির্বাচনে বড় জয়, শুভেন্দুর গড়ে বিজেপির পঞ্চায়েতে খেল দেখাল তৃণমূল – tmc win in cooperative society election at mahishadal purba medinipur against cpim and bjp


লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ছে বিভিন্ন জেলায়। এর মাঝেই একাধিক জেলায় সমবায় সমিতির নির্বাচনও সংগঠিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূলের। রাম – বাম জোট ধোপে টিকল না জোড়া ফুলের সামনে। নির্বাচন জিতে সবুজ আবির উড়িয়ে আনন্দে মাতলেন তৃণমূল কর্মী, সমর্থকরা।

কী জানা যাচ্ছে?

শুভেন্দুর গড়ে রাম বাম জোট পরাস্ত। উড়লো সবুজ আবির। লোকসভা নির্বাচনে আগে শুভেন্দুর গড়ে রাম-বাম জোটের পরাজয়। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতির নির্বাচিত হয়। সেই নির্বাচনে জয়লাভ করে শাসকদল তৃণমূল। সিপিএম এবং বিজেপি নিম্ন স্তরের নির্বাচনে একযোগে লড়ার অভিযোগ তুলেছে তৃণমূল। কিন্তু, তারপরেও তৃণমূলের হয় আটকানো যায়নি।

নির্বাচনের চিত্র কী?

মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতির মোট ভোটার ১৩০০। মোট আসন ছিল ৬১টি। মোট ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬১টি আসনের মধ্যে শাসকদল তৃণমূল ৩৬ এবং রাম-বাম জোট ২৫টি আসনে জয়লাভ করে। ফলাফল প্রকাশের পর সবুজ আবির উড়িয় মাতলেন শাসকদল তৃণমূলের কর্মী সমর্থকেরা।
বিশেষ ভাবে উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় খারাপ ফল হয়েছিল তৃণমূলের। পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। সেই পঞ্চায়েতেই সমবায় সমিতির নির্বাচনে খেল দেখাল ঘাস ফুল। রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে থাকলেও সমবায়ে দখল নিল শাসকদল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াল শাসকদল।

Mamata Banerjee: আলটপকা কথা নয়, কড়া বার্তা মমতার
তৃণমূল কী বলছে?

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ মানস কুমার পান্ডা বলেন, ‘ অশুভ আঁতাতের বিরুদ্ধে মানুষ রায় গিয়েছে। আমাদের নেত্রী গ্রামের নিচু স্তর পর্যন্ত যে উন্নয়ন করেছেন, তারই বহিঃপ্রকাশ দেখা গিয়েছে আজকের ফলাফলে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য আমরা পিছিয়ে গিয়েছিলাম। ‘ আগামী লোকসভা নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূল ভালো ফল করবে বলেও দাবি করা হয়।

কী বলছে বিজেপি?

তবে বিজেপি এটাকে বড় জয় বলে মনে করছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগে এই সমবায় সমিতিতে বিজেপির কোনও আসন ছিল না। লড়াই করে ২৫ টি আসন পেয়েছি। তাঁদের দাবি, আগামীদিনে বিরোধী আসনে বসবে তৃণমূল। ফলাফল প্রকাশের পর উত্তেজন ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *