Wb Government Employees,ডিএ-মামলা: প্রশ্ন প্রাক্তন বিচারপতির – supreme court accused of deprivation da against west bengal government employees


এই সময়: রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী-সহ অন্য কর্মীদের ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে সরব সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। মহাবোধি সোসাইটি হলে বুধবার ১৭টি সংগঠনের ডাকে ‘মহার্ঘভাতার অধিকার ও বঞ্চনা-পশ্চিমবঙ্গ সরকার এবং আদালত’ শীর্ষক সেমিনার হয়।

সেখানে অশোকের বক্তব্য, ‘সুপ্রিম কোর্ট ২০২২ সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কর্মচারীদের ন্যায়সঙ্গত মহার্ঘভাতা মামলার শুনানি কেন করতে পারছে না, আমি বুঝতে পারছি না! অথচ এটা নতুন মামলা নয়। আগেও বিভিন্ন স্তরে একাধিক রায় হয়েছে। যদিও আদানি মামলার শুনানি দ্রুত হয়ে রায়ও বেরিয়ে গেল। ৩৭০ ধারা-সহ যে সব মামলার রায় সরকারের পক্ষে যাচ্ছে, সেগুলোর শুনানি হয়ে দ্রুত নিষ্পত্তি হচ্ছে।’

Supreme Court : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক
তাঁর প্রশ্ন, ১৪ লক্ষ সরকারি কর্মীর ডিএ-মামলার শুনানির জন্য তাঁরা সময় পাচ্ছেন না? একের পর এক তারিখ পড়ছে সুপ্রিম কোর্টে। অথচ প্রধান বিচারপতি বলেছিলেন, কোনও মামলাতেই তারিখের পর তারিখ পড়া উচিত নয়। আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত ও প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তীও কর্মচারীদের দাবিকে সমর্থন করেন।

সেমিনারের অন্যতম আহ্বায়ক সজল বিশ্বাস বলেন, ‘রাজ্যের বঞ্চনায় সরকারি কর্মচারীদের পাশাপাশি ডাক্তার, নার্স এবং শিক্ষক-শিক্ষিকারা ভীষণভাবে বঞ্চিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *