West Bengal Police : থানার সামনে থেকে অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ – police attacked while lifting the blockade from front of bhupatinagar police station


এই সময়, ভূপতিনগর: থানার সামনে থেকে অবরোধ সরাতে গিয়ে আক্রান্ত পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন ভূপতিনগর থানার ওসি-সহ ৫ পুলিশকর্মী। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে ভূপতিনগরের বরোজ এলাকায় বিজেপির বুথ সভাপতি গৌর মালের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার বিকেলে হঠাৎ করে ভূপতিনগর থানার সমনে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। আর সেই অবরোধ সরাতে গিয়েই আক্রান্ত হয় পুলিশ।

কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, ‘অবরোধ সরাতে গেলে পুলিশের উপরে হামলা চালানো হয়। পাঁচ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগে এখনও পর্যন্ত এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’

পটাশপুরের তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের অভিযোগ, এলাকার বিজেপি বিধায়কের মদতে পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘বিজেপির বুথ সভাপতির উপরে হামলার ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। মঙ্গলবার রাতে ভাজাচাউলি ও বরোজের মাঝে এক তৃণমূল সমর্থকের বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিতদের উপরে হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা।

Hooghly News : ডিজের প্রতিবাদ করে আক্রান্ত ব্যবসায়ী ও পুলিশ
ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘আমাদের কর্মীরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ ডেপুটেশন দিতে গিয়েছিলেন। ভূপতিনগর থানার ওসি ও পুলিশকর্মীরা গালাগালি করতে করতে জোর করে বিক্ষোভকারীদের হঠাতে গেলে দু’পক্ষে ধস্তাধস্তি হয়। পুলিশের উপরে কেউ হামলা চালায়নি। আমরা এর প্রতিবাদে আন্দোলনে নামব।’

বুধবার বিকেলে বরোজ এলাকায় বিজেপির বুথ সভাপতির উপরে হামলার প্রতিবাদে মারিশদা থানার সমনে বিক্ষোভ দেখায় বিজেপি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *