Winter Update : মকর সংক্রান্তির আগেই পড়বে কনকনে ঠান্ডা, শীতের প্রত্যাবর্তন কবে? – west bengal weather update 12 january kolkata temperature will go down ahead of makar sankranti


শীত যেন কোনওভাবেই ‘সোজা পথে’ হাঁটছে না। কিন্তু, অবশেষে খুশির খবর শীতপ্রেমীদের জন্য, আগামী রবিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। মঙ্গল-বুধবার পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। সকালে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতাও।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতাতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফের একবার কনকনে ঠান্ডায় কাঁপবে তিলোত্তমা। সপ্তাহান্তে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা-মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলার দিকে মূলত পরিষ্কার থাকবে আকাশ। আপাতত শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। শনিবার থেকে অবশ্য তা কমার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে খুব সকালে। আগামী ২৪ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রার পারদ। এরপর ক্রমশ কমবে তাপমাত্রা।

তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। এরপর কমপক্ষে তিন থেকে চার দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। অর্থাৎ শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। আপাতত এক সপ্তাহ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পৌষ সংক্রান্তির আগেই কনকনে ঠান্ডা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। অর্থাৎ শীতের জন্য হা পিত্যেশের দিন শেষ, এমনটাই জানাচ্ছেন আবহবিদরা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি কুয়াশা দেখা দিচ্ছে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, কেরালা এবং ভারত মহাসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ১২ জানুয়ারি নতুন করেপশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ইতিমধ্যেই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করেছে তা ঘূর্ণাবর্ত হিসেবে উত্তরপ্রদেশে অবস্থান করছে। তবে এর কোনও প্রভাব বাংলার উপর পড়বে না বলেই জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *