দেশের সমভূমিতে ও রাজস্থানে বুধবার রাতের তাপমাত্রা নামল হিমাঙ্কের নীচে। অন্য দিকে, কলকাতায় তেমন ঠান্ডা নেই! এদিকে সদ্য পেরোনো ২০২৩-কে উষ্ণতম বছরের তকমা দিয়েছেন আবহবিদরা। এই নতুন বছর ভারতকে আরও চরম আবহাওয়ার মুখে পড়তে হবে বলেই আশঙ্কা দেখছেন আবহবিদরা। তাঁরাবলছেন, দেশের দু’প্রান্তে আবহাওয়ার চরম বৈপরীত্যে নতুন বছরের কয়েক মাসে বিস্তীর্ণ অংশে বৈপরীত্য মুছে দিতে চলেছে চরম আবহাওয়া।
Source link
