B.ed College In West Bengal,B.ED পাশ: আর্জি খারিজ সুপ্রিম কোর্টে – supreme court rejected the opportunity for bed trainees in primary school education


এই সময়, নয়াদিল্লি: প্রাথমিকে শিক্ষকতায় বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ দেওয়ার আবেদন করা হলেও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিল। বহাল রইল ২০২৩ সালের ১১ অগস্টের রায়ই। যেখানে বলা হয়েছিল, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা নন, প্রাথমিকের শিক্ষকতায় শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাই অংশ নিতে পারবেন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের ২০১৮-এর ২৮ জুনের গেজেট বিজ্ঞপ্তি বাতিলও করে দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা ছিল, এনসিটিই অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে বিএড পাশ করলে তাঁরাও প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই বিভিন্ন রাজ্যে মামলা হয়। সেখান থেকে মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে।

সেই রায় পর্যালোচনা করার আবেদন জানিয়ে মামলা করেছিলেন অর্ণব ঘোষ। শিক্ষামন্ত্রককেও এই মামলায় পক্ষ করা হয়েছিল। আবেদনকারীর আইনজীবী নেহা রাঠি বলেন, ‘গত অগস্টে সুপ্রিম কোর্টের রায়ে আগে দেশজুড়ে যে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিকে শিক্ষকতার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তাঁদের সুযোগ দেওয়া হোক।’

কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, আগের রায়ের কোনও অংশেরই বদল করা হচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *