Calcutta High Court : কাজ শুরু হতেই ছুটি কোর্টে, বিরক্ত খোদ প্রধান বিচারপতি – calcutta high court chief justice ts sivagnanam is angry over holidays


এই সময়: বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় হাইকোর্ট শুরুর সঙ্গে সঙ্গেই দেখা গেল আইনজীবীদের মধ্যে ছুটির মেজাজ! বার লাইব্রেরির সদস্য এক বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানাতে সকাল এগারোটা থেকে আইনজীবীরা কাজ বন্ধের সিদ্ধান্ত নেন। তাতে বেজায় বিরক্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

এক আইনজীবী এই কর্মবিরতির বিষয়টি তাঁকে জানাতে গেলে বিরক্ত প্রধান বিচারপতি বলেন, আজ এই নিয়ে কিছু বলছি না। তবে ভবিষ্যতে এমন ভাবে যদি কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়, তা হলে হাইকোর্টও সব আইনজীবীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেবে।

প্রধান বিচারপতির এমন মনোভাবে অবশ্য খুশি আইনজীবীদের একাংশও। তাঁদের মতে, সকাল থেকে মামলার প্রস্তুতি নিয়ে আইনজীবীদের সঙ্গে মক্কেলরাও আসেন। অথচ বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুতে সকালেই এই ভাবে কর্মবিরতিতে সবই পণ্ড হয়। এমন কর্মবিরতির প্রবণতা আগের থেকে কমলেও এটা পুরোপুরি বন্ধ হওয়া উচিত বলেই মনে করেন তাঁরা।

মাঝেমধ্যেই এক-এক জন আইনজীবীর মৃত্যুতে এই ভাবে কর্মবিরতির বিরোধিতা এর আগেও করেছেন প্রধান বিচারপতি। বদলে সপ্তাহে একদিন বিকেলে শ্রদ্ধা জানানোর পক্ষে মত দিয়েছিলেন তিনি। কিন্তু তা বাস্তবে কার্যকরী হয়নি। ফলে সপ্তাহে গড়ে দু’তিন দিন বিকেল সাড়ে তিনটেয় কর্মবিরতি হয়েই চলেছে। তাতে মামলাকারীদের সঙ্গে বহু আইনজীবীর ক্ষতি বলে জুনিয়র আইনজীবীদের তরফেও প্রতিবাদ জানানো হয়েছিল। কিন্তু ফল হয়নি।

Calcutta High Court : আদালত অবমাননার দায় ছিল, হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা
এ দিন বার লাইব্রেরি সকালেই কর্মবিরতির ডাক দিয়েছে বলে সংগঠনের সম্পাদক শাক্য সেন মেনে নিলেও তাঁর বক্তব্য, প্রধান বিচারপতি কী বলেছেন, জানি না। আবার হাইকোর্টের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে কোনও মন্তব্য না করে বলেন, আইনজীবীরা সহকর্মীর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণসভা ডেকে সিদ্ধান্ত নেন। আইনজীবীদের কাজের ধারা অনুযায়ী, তাঁদের জোর করে কাজ করানোও যায় না।

আজ, শুক্রবার বিবেকানন্দর জন্মদিনে ছুটি হাইকোর্টে। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি। তার আগের দিন সাত সকালে আর একটা ছুটি পাইয়ে কিছু আইনজীবীকে বেড়াতে যাওয়ার দিন বাড়িয়ে দেওয়া হল কিনা, তা নিয়ে কটাক্ষ করছেন কোনও কোনও আইনজীবী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *