Chiranjit Chakraborty-Indrani Dutta: ২৫ বছর পর ফিরছে চিরঞ্জিত-ইন্দ্রানী জুটি…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রভাত রায়ের জনপ্রিয় ছবি সেদিন চৈত্র মাসের পর ফের একসঙ্গে বড়পর্দায় আসছেন চিরঞ্জিত চক্রবর্তী(Chiranjit Chakraborty) ও ইন্দ্রানী দত্ত(Indrani Dutta)। ছবির নাম লুপ(Loop)। থ্রিলার এই ছবিতে রয়েছে নানা পরত। চিরঞ্জিত ও ইন্দ্রানী দত্ত ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, তনয়া মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, কেয়া চক্রবর্তী। এই ছবিতে সাউন্ড স্কেপ বড় রোল প্লে করবে। ছবির সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্য।

আরও পড়ুন- Rituparna Sengupta: ঋতুপর্ণার নয়া চ্যালেঞ্জ! রহস্যজনকভাবে নিখোঁজ স্বামীকে খুঁজছেন ম্যাডাম সেনগুপ্ত…

পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা সাধারণত লুপ বলতে মনে কোনও কিছু আমাদের জীবনে বারবার ফিরে আসছে। ফিরে আসার কথা বললেই লুপ শব্দের ব্যবহার করি। আমাদের এই ছবিও ফিরে আসার গল্প বলে। এই ছবিটা যে জায়গায় আবর্তিত, একটা ফাঁকা জায়গার রিসোর্ট, তার নাম লুপ। এই রিসোর্টেই গল্প এগোয়’।

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘লুপ রিসোর্টটি চালান এক বয়স্ক দম্পতি, তাঁরা সেখানেই থাকেন। তাঁরা প্রচুর বুকিং পছন্দ করেন না। বেশি অতিথি তাঁরা পছন্দ করেন না। মিস্টার ও মিসেস গোমস সবার খুব আতিথেয়তা করে। একদিন কয়েকজন গেস্ট সেখানে এসে হাজির হয়। সবার বন্ধুত্ব হয়ে যায়। যত গল্প এগোতে থাকে, তখন বুঝতে পারা যায় এই সুন্দর ছুটির দিন কীভাবে অভিশপ্ত রাত হয়ে ওঠে। এই অভিশপ্ত রাতের পিছনে কি গোমস দম্পতির ষড়ষন্ত্র, নাকি তাঁরা বৃহত্তর ষড়যন্ত্রের শিকার। কীভাবে এতগুলো মানুষের জীবন বদলে দেয়, আর সেখানে কীভাবে লুকিয়ে রয়েছে ফিরে আসার গল্প, সেটাই রয়েছে লুপে। তবে এটা শুধু থ্রিলার নয়। এখানে রয়েছে আরও অনেক কিছু’।

ছবি প্রসঙ্গে ইন্দ্রানী দত্ত বলেন, ‘আমি মিসেস গোমসের চরিত্রে অভিনয় করছি। যা খুবই ইন্টারেস্টিং। অনেকদিন পর চিরঞ্জিতদার সঙ্গে কাজ করছি। আমি খুবই এক্সাইটেড। খুবই ইন্টারেস্টিং বিষয়, আমি নিশ্চিত সবার খুব ভালো লাগবে।’

আরও পড়ুন- Shah Rukh Khan: ২৫ বছর পর ফের মণিরত্নমের ছবিতে শাহরুখ?

ঈশান তাঁর চরিত্র সম্পর্কে বলেন, আমার চরিত্রের নাম সৌম্য, মধ্যবিত্ত বাঙালি ছেলে। ছোটবেলায় বাবা-মা মারা যান, বড় হয় এক চার্চে। সৌম্যার প্রাণ ওর দুই বন্ধু। সৌম্য প্রত্যেকবছর তাঁর জন্মদিন চার্চে অনাথ শিশুদের সঙ্গে পালন করে কিন্তু এবছর প্রথম সে জন্মদিনে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যায়’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *