শুক্রবার দুপুরে মুড়িগঙ্গায় চড়ায় আটকে গেল পুণ্যার্থী বোঝাই ভেসেল। ঘটনাটি ঘটেছে মুড়িগঙ্গা নদীতে। লট নম্বর আট থেকে একটি পুন্যার্থী বোঝাই ভেসেল গঙ্গাসাগরে আসছিল। আচমকাই সেটি নদীর চড়াতে আটকে যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, নদীতে জল কমে যাওয়ার কারণে চড়ায় আটকে পড়ে ভেসেলটি। এরপরই প্রশাসনের কাছে খবর গেলে এনডিআরএফের এর কর্মীদের পাঠানো হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে স্পিড বোটে করে পুণ্যার্থীদের উদ্ধার করে।
এদিকে, গঙ্গাসাগরে পুণ্য স্নানের আগে বড়সড় বিপত্তি ঘটে। অমাবস্যার কোটালে সমুদ্রের জলে প্লাবিত হল এলাকা। বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী ক্যাম্প জলের তলায়। ইতিমধ্যে শুরু হয়েছে ২০২৪ এর গঙ্গাসাগর মেলা। পুন্যার্থীদের পূণ্যস্নানের জন্য বানানো হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে স্নানঘাট। আর সেই ঘাট সমুদ্রের জল ঢুকে প্লাবিত হল বৃহস্পতিবার রাতে। বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প প্লাবিত হয়।
গতকাল গভীর রাত্রে অমাবস্যার কোটালে নদীর জলে প্লাবিত হয়ে নদীগর্ভে চলে যায় ৫ নম্বর ঘাটের সংলগ্ন দোকান ও অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প। তৎক্ষণাৎ প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে আনা হয় সেখানকার মানুষজনকে। তবে পুণ্য স্নানের আগে দোকানে জল ঢুকে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা। অন্যদিকে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে মানুষ। না হলে বড়সড় কোন দুর্ঘটনা ঘটে যেত পারতো বলে জানান স্থানীয়রা।
ইতিমধ্যে একাধিক জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও দলে দলে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তির আগে ভিড় জমাচ্ছেন মেলায়। জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি ৯টা ১৩ মিনিটে শুরু হচ্ছে মকর সংক্রান্তি। তিথি অনুযায়ী পুণ্যস্নানের সময় হচ্ছে ১৫ জানুয়ারি রাত ১২টা ১৩ মিনিট থেকে ১৬ জানুয়ারি বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত। তার আগেই অবশ্য লাখ লাখ পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। তার মধ্যেই জোড়া বিপত্তিতে তাল কাটল মেলার।