এ বার কল্যাণময়ের আয়-ব্যয়ের হিসেব চলে এল আর এক কেন্দ্রীয় সংস্থা আয়কর দপ্তরের স্ক্যানারে। সূত্রের খবর, সম্প্রতি ইউএসএ থেকে কলকাতায় এসে আয়কর দপ্তরের অফিসারদের সঙ্গে দেখা করেন কল্যাণময় ভট্টাচার্য। বেশ কিছু নথিপত্রও তিনি জমা করেছেন। সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে। অন্যদিকে, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু কল্যাণ ধরও আয়কর বিভাগের নজরে রয়েছেন বলে সূত্রের খবর। তাঁকেও নথিপত্র জমা করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রপ-ডি এবং গ্রুপ-সি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। এই চারটি মামলাতেই পার্থর নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ঘুর পথে পৌঁছেছে পার্থর কাছে। তাতে পার্থ ও তাঁর পরিবারের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে কয়েকগুণ।
আয়কর দপ্তর খতিয়ে দেখতে চাইছে, কল্যাণময়ের নামে থাকা সম্পত্তি এবং আর্থিক লেনদেনে কোনও বেনিয়ম হয়েছে কি না অথবা এর সঙ্গে দুর্নীতির যোগসূত্র আছে কি না। সূত্রের খবর, কল্যাণময় ভট্টাচার্যকে বেশ কিছুদিন আগে নোটিন পাঠানো হয়েছিল। গত সপ্তাহে সেই নথি জমা দিয়েছেন তিনি। যদিও তাঁর কলকাতায় আসা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। তাঁদের বক্তব্য, আয়কর দপ্তরে যাওয়া নিয়ে তাঁদের সঙ্গে কোনও পরামর্শ করেননি কল্যাণময়। এর আগে অবশ্য তিনি কলকাতায় এসে আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলেন।