Dilip Ghosh News : ‘এবার আন্তর্জাতিক আদালত…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেকের মামলা নিয়ে খোঁচা দিলীপের – dilip ghosh bjp leader criticised abhishek banerjee for going supreme court against justice abhijit ganguly


তৃণমল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্যে না করতে চেয়ে ‘লক্ষণরেখা’ টেনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে সুপ্রিম দরবারে গিয়েছেন তৃণমূলের সেনাপতি। দিলীপের কটাক্ষ, ‘আর কোন কোর্টে যাবেন? আদালতে যেতে যেতে সারা জীবন কেটে যাবে। এবার ওদের আন্তর্জাতিক কোর্টে যেতে হবে।’ আদালতের দ্বারস্থ হয়ে কাজের কাজ কিছু হবে না বলেই মত দিলীপের।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হাইকোর্টের একজন বিচারপতির এভাবে প্রকাশ্যে মন্তব্য করার জন্য ব্যবস্থা গ্রহণ করুক হাইকোর্টের প্রধান বিচারপতি। এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতির বিষয়ে হাইকোর্ট একটি বিশেষ বেঞ্চ গঠন করুক। সেখানেই নিয়োগ দুর্নীতির বিচারপ্রক্রিয়া চলুক বলেই আবেদন জানিয়েছেন অভিষেক। যদিও, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সাত সকালে খড়্গপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। চা চক্রের মাঝেই একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি। শুক্রবার রাজ্যের তিন নেতা-মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘তদন্ত চলছে, তদন্তের আগে কেউ সাধু নয় কেউ চোর নয়! তদন্ত শেষ হলেই বোঝা যাবে কে সাধু আর কে চোর।’

দুদিন আগেই ‘এক দেশ এক ভোট’ নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নীতির বিরোধিতা করে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই মানেননি। উনি রাম মন্দির মানেননি, GST মানেননি, নোট বন্দি মানেননি, তবে সবকিছুই হয়েছে। বরং উনাকে মানুষ মানবে কিনা ২০২৪ এ সেই পরীক্ষাই হবে।’

Justice Abhijit Ganguly: ‘ভালো এবং মন্দের তফাৎটা…’, যুব সমাজকে কী বার্তা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতিতে শুক্রবার ইডি আধিকারিকদের তল্লাশির পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর ফোন বাজেয়াপ্ত করা হয়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মন্ত্রী। এমার্জেন্সি বিভাগের মন্ত্রী হওয়া সত্বেও পালটা দিলীপ ঘোষের দাবি, শুধু দমকল মন্ত্রী নয় মুখ্যমন্ত্রীর ফোন বাজেয়াপ্ত হলে আরও অনেক কিছু পাওয়া যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *