Gangasagar Mela 2024 : পুণ্য স্নানে এসে হৃদরোগে আক্রান্ত, গঙ্গাসাগর মেলায় মৃত্যু ভিন রাজ্যের ২ পুণ্যার্থীর – two pilgrimage came from rajasthan and uttar pradesh expired at gangasagar mela


লাখ লাখ পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে গঙ্গাসাগর মেলায়। আর একদিন সংক্রান্তিতে পুণ্য স্নানের সময় শুরু। ভিন রাজ্য থেকেও প্রচুর পুণ্যার্থীরা ইতিমধ্যে এসে হাজির হয়েছেন মেলায়। এর মাঝেই ছন্দপতন। গঙ্গাসাগর মেলায় এসে প্রাণ হারালেন দুই পুণ্যার্থী। দুজনেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪। আর এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম শুরু। তার মাঝেই মৃত্যু হল দুজনের। শুক্রবার গঙ্গাসাগরে আসার সময় নামখানার ফেরী ঘাটের কাছে হঠাৎই অসুস্থ বোধ করে উত্তর প্রদেশের বইরা এলাকার বাসিন্দা প্রহ্লাদ সিং (৬৯) নামে এক তীর্থযাত্রী।এরপর ফেরি ঘাটে কর্তব্যরত পুলিশ কর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে। তাঁকে নামখানা নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর ওই ব্যাক্তির অবস্থার অবনতি হয়। এরপর নামখানা থেকে তড়িঘড়ি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

অপরদিকে, গঙ্গাসাগরে এসে গঙ্গাস্নান করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজস্থানের দোওসা এলাকার এক বাসিন্দা মোহনলাল প্রজাপতি (৫৭)-র। গঙ্গা স্নান করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর গঙ্গাসাগরের কর্তব্যরত বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই ভিন রাজ্যের তীর্থযাত্রীদের মৃত্যু হয়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। মৃতদেহ গুলি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃতদেহগুলিকে সৎকার করার জন্য সমস্ত রকম সাহায্যর আশ্বাস দেয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলায় কয়েক লাখ পুণ্যার্থীদের সমাগম হতে শুরু করে দিয়েছে। রঙিন আলোয় আলোকিত গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন।

Gangasagar Mela 2024 : হাবড়া-বারাসত থেকে গঙ্গাসাগর যাবেন? রয়েছে একাধিক বাস, জানুন সময়সূচি
অন্যদিকে, জয়নগরে গঙ্গাসাগর স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। শনিবার বিকাল ৪ টে ১৫ মিনিট নাগাদ একটি গঙ্গাসাগর স্পেশাল আপ থ্রু ট্রেন দ্রুত গতিতে জয়নগর মজিলপুর স্টেশন যাওয়ার সময় স্টেশন এবং রথতলা নিকটস্থ রেল গেটের মাঝামাঝি স্থানে রেল ট্রাকের উপর দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *