কলকাতায় শীতলতম দিন
পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। চলতি শীতের মরশুমে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। খাতায় কলমে শনিবারই ছিল মরশুমের শীতলতম দিন। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। আগামী দু’তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা। বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। আর এর জেরেই আরও নেমেছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার থেকে ফের একবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার হতে পারে বৃষ্টিপাত।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শহর কলকাতায় ১২ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। পৌষ সংক্রান্তির আগেই অনেকটাই কমল তাপমাত্রা। চার থেকে পাঁচ দিনের ফের একটা শীতের স্পেল চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই স্পেল চলার সম্ভাবনা রয়েছে।
তব বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে ফের একবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সোম থেকে বুধবারের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।