Ram Mandir : ‘শুধু রাম মন্দির নিয়েই বলছেন কেন?’ দীপ্সিতার সভার মাঝেই ঝাঁঝিয়ে উঠলেন যুবক – youth protest for repeating ram mandir issue in speech by sfi leader dipsita dhar at a public meeting


শুধুই রাম মন্দির নিয়ে বলছেন কেন? অন্য কিছু নিয়ে বলুন। SFI নেত্রীর বক্তব্যের মাঝেই ঝাঁঝিয়ে উঠলেন এক শ্রোতা। সভার মাঝেই এরকম বক্তব্যে অবাক হয়ে যান অনেকেই। পরে সেই যুবকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। বিশৃঙ্খলা বীরভূম জেলার রামপুরহাটে SFI সর্বভারতীয় সম্পাদিকা দীপ্সিতা ধরের সভায়।

কী জানা যাচ্ছে?

শনিবার রামপুরহাট ছিল ছয়ফুঁকোয় এসএফআইয়ের জনসভা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাম মন্দির ও রামরাজ্য নিয়ে রাজনীতির অভিযোগ তোলা হচ্ছিল বিজেপির বিরুদ্ধে। বক্তৃতা রাখছিলেন। SFI সর্বভারতীয় সম্পাদিকা দীপ্সিতা ধর। একাধিক বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর বক্তব্যের মাঝেই বারবার উঠে আসে রাম মন্দির প্রসঙ্গ।

এক শ্রোতার প্রতিবাদ

দীপ্সিতা বক্তৃতার মাঝেই ব্যক্তি এগিয়ে এসে প্রতিবাদী কণ্ঠে বলেন ‘শুধুই রাম মন্দির রাম মন্দির নিয়ে পড়ে আছেন কেন? অন্য কিছুও বলুন।’ আর তারপরই সভাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শুরু হয় হইহুল্লোড়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই ব্যক্তিকে সভাস্থল থেকে বার করে নিয়ে আসেন।
যদিও সংবাদ মাধ্যমে সামনে ওই ব্যক্তি দাবি করেছেন, সভার কারণে তার গাড়ির উপর অনেকে বসেছিল। আমি তারই প্রতিবাদ করেছি। এছাড়াও বক্তৃতা রাখতে রাখতে শুধুই রাম মন্দির নিয়ে বলা হচ্ছিল, তাই অন্য কিছু বলতে বলেছিলাম। এমনকি ওই যুবক নিজে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করছেন তিনি। সব মিলিয়ে মন্দির উদ্বোধনের প্রাক্কালে ‘রাম রাজনীতি’ তুঙ্গে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম অমিত মণ্ডল। তিনি রামপুরহাট স্টেশন সংলগ্ন অঞ্চলের বাসিন্দা। সভার মাঝেই তিনি প্রতিবাদ জানান। উপস্থিত SFI কর্মী, সমর্থকদের সঙ্গেই এরপর তাঁর বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরেই তাঁকে সভার বাইরে বের করে নিয়ে যাওয়া হয়।

Birbhum Police : বৃদ্ধাদের বিপদে সারথি হবেন তিনিই, টোটোর স্টিয়ারিং ধরলেন বীরভূমের লেডি কনস্টেবল
দীপ্সিতা কী বললেন?

SFI সর্বভারতীয় সম্পাদিকা দীপ্সিতা ধর এরপর জানান, ওই ব্যক্তির সম্ভবত মায়োপিয়া নামে একটি রোগ আছে। অর্থাৎ তিনি নির্দিষ্ট কিছু জিনিস দেখতে বা শুনতে পান। দীপ্সিতা দাবি করেন, রাম মন্দির ছাড়াও আমি কৃষকদের কথা, কর্মহীনতার কথা, শ্রমিকদের সমস্যার কথা এরকম একাধিক বিষয়ে বলেছি। উনি বোধহয় সেই বিষয়গুলো শুনতে পাননি। সেই কারণেই এইসব কথা বলছেন। তবে গোটা বিষয়টি নিয়ে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা তৈরি হলেও পরে পুলিশের হস্তক্ষেপে তার অবসান ঘটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *