WB Transport Department : গাড়ির বকেয়া ট্যাক্স ক্লিয়ার করতে নোটিস মালিকদের – west bengal transport department notice to owners to clear vehicle tax arrears


এই সময়, আসানসোল: পশ্চিম বর্ধমানে সব মিলিয়ে ৪০ হাজার গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে বলে জানাল জেলার আঞ্চলিক পরিবহণ দপ্তর। ওই গাড়িমালিকদের নোটিস পাঠানো হচ্ছে। পাশাপাশি রাস্তায় নেমে এই বিষয়ে সচেতন করা হচ্ছে গাড়িমালিকদের।

শুক্রবার এমনই অভিযান চালানো হলো বার্নপুরের চিত্রা মোড়ে। জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের সঙ্গে এই অভিযানে ছিলেন হিরাপুর ট্র্যাফিক গার্ডের কর্মীরা। এদিন মূলত গাড়ির কাগজ পরীক্ষা করা হয়। বকেয়া কর ছাড়াও গাড়ি চালানোর সময়ে চালক বা সামনের আসনের যাত্রী সিট বেল্ট পরে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়।

বকেয়া ট্যাক্স নিয়ে সরকার কী ছাড় দিয়েছে তা জানানো হয় গাড়িচালকদের। জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক মৃন্ময় মজুমদার জানান, অভিযান চালানো হয়েছে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে। দেখা হয়েছে গাড়ির ট্যাক্স দেওয়া রয়েছে কিনা। সিট বেল্ট পরে গাড়ি চালানো হচ্ছে কিনা তাও পরীক্ষা করা হয়েছে।

West Bengal Transport Department : ওয়েভার স্কিমেই বাজিমাত, পরিবহণ দফতরের ১০ দিনেই আয় ১০০ কোটি
বলেন, ‘এবার রাজ্য সরকার পারমিট ও ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে প্রচুর ছাড় দিয়েছে। ২০২৩-এর ৩১ জানুয়ারি পর্যন্ত যাঁদের গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে, তাঁরা এই সুযোগ পাবেন। জানুয়ারি মাসের মধ্যে বকেয়া কর মিটিয়ে দেওয়া হলে জরিমানার ১০০ শতাংশ মকুব করে দেওয়া হবে।’

জানান, ২৯ ফেব্রুয়ারির মধ্যে কর মিটিয়ে দিলে মকুব করা হবে জরিমানার ৮০ শতাংশ। বলেন, ‘জেলায় ৪০ হাজার গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে। এই গাড়িমালিকদের কাছে আরটিও অফিস থেকে নোটিস পাঠানো হচ্ছে। রাস্তায় অভিযান চালিয়ে এই ব্যাপারে সচেতনও করা হচ্ছে, যাতে তাঁরা রাজ্য সরকারের কর ছাড়ের সুযোগ নিতে পারেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *