West Bengal Rain : শীত সুখ মাত্র ৩ দিন! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস – south bengal districts including kolkata may witness light rainfall in next week


শীতের খেল মাত্র তিন দিন! নতুন সপ্তাহে ফের একবার খেল দেখাবে আবহাওয়া। ঠান্ডার একটা দুর্দান্ত ইনিংসের পর ফের বাড়বে তাপমাত্রার পারদ, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার শহর কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছিল। স্বাভাবিকভাবেই খুশি শীতপ্রেমীরা। কিন্তু, তাঁদের জন্য ফের দুঃসংবাদ। বুধবার ও বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। জেলায় জেলায় হতে পারে হালকা বৃষ্টিপাত। ফলে তাপমাত্রাও বাড়তে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতায় কনকনে ঠান্ডার পূর্বাভাস। আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে তাপমাত্রার পারদ। উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা নামতে পারে চরচর করে। কিন্তু, মঙ্গলবার থেকে শহরে ফের হাওয়া বদলের সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। তবে সপ্তাহান্তে শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।

এদিন ভোরের দিকে শহর কলকাতায় দেখা যেতে পারে কুয়াশার দাপট। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে অনেকটাই। পাশাপাশি দিনভর শীতের দাপট থাকতে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গেও ঝোড়ো ইনিংস খেলছে শীত। পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা। তাপমাত্রার পারদ নেমেছে দশ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পৌষ সংক্রান্তির আগে শীতের আরও একটি ইনিংসে কার্যত স্বস্তিতে সাধারণ মানুষ। মঙ্গলবার পর্যন্ত শীতের স্পেল চলতে পারে। এদিকে মঙ্গলবার থেকে আকাশ হবে মেঘলা। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা।

এদিন রাজ্যের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বুধবার। এদিন ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বৃষ্টি।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়বে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে শৈল শহরে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বুধ ও বৃহস্পতিবারও একাধিক জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মোটের উপর ভরা শীতে দুইবঙ্গই ভিজতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *