Bus Service In Kolkata : পারমিট ছাড়া কলকাতায় চলবে না কোনও বাস, কড়া নির্দেশ হাইকোর্টের – calcutta high court orders no bus will run in kolkata without permit


পরিবহণ ক্ষেত্রে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। পারমিট ছাড়া শহর কলকাতায় আর চালানো যাবে না কোনও বাস। পারমিট ছাড়া কোনও বাস চলাচল করলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে, একটি জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, মধ্য কলকাতা, এসপ্ল্যানেড, সেন্ট্রাল বাস টার্মিনাস, রবীন্দ্র সেতু সংলগ্ন এলাকায় পারমিট ছাড়াই বহু বাস চালানো হচ্ছে। আর এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন কাকলি দত্ত। এমনকী কয়েকটি বাসের নম্বর উল্লেখ করে তিনি দাবি করেন, ওইগুলির কোনও পারমিট নেই।

সেই মামলায় রাজ্য সরকারের তরফ থেকে হলফনামা তলব করে আদালত। গত বছর ১৬ মে কলকাতা ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার রিপোর্ট দিয়ে জানান, মামলাকারীর অভিযোগের সত্যতা রয়েছে। সেই বিষয়ে রাজ্য সরকারের পরিবহণ দফতর জানতে চায়, ওই বাসগুলির পারমিট কেন বাতিল করা হবে না? এই বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য পরিবহণ দফতরের সচিবকে দ্রুত একটি দল গঠন করতে হবে। পারমিট বিহীন যে গাড়িগুলি চলাচল করছে, সেগুলিকে চিহ্নিত করাই ওই দলের প্রধান কাজ হবে। গাড়িগুলির বৈধ পারমিট রয়েছে কি না, তা যাচাই করাও হবে ওই দলের দায়িত্ব। যদি পারমিট না থাকে, তাহলে বাসগুলিকে আটক করা হবে। একইসঙ্গে খতিয়ে দেখতে হবে, বাস চালানোর জন্য তাঁদের আগে কোনও জরিমানা হয়েছে কি না। যদি দেখা যায়, আগে জরিমানা করা হয়েছে এবং তারপরও তারা পারমিট ছাড়াই বাস চালাচ্ছে, তাহলে সেই মর্মে তাঁদের শোকজ নোটিশ ধরাতে হবে।

এখানেই শেষ হয়, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকেও নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, পরিবহণ দফতরের আধিকারিকদের সাহায্য করার জন্য কলকাতার ট্রাফিক বি‌ভাগকে পর্যাপ্ত পুলিশ দিতে হবে, যাতে আদালতের নির্দেশ সঠিকভাবে কার্যকর করা যায়। আদালতের সাফ কথা, পরিবহণ দফতর এই বিষয়ে কড়া অবস্থান না নিলে বেআইনি কাজে লাগাম পরানো যাবে না। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, শহর কলকাতার বুকে বাসের পাশাপাশি অন্যান্য অনেক যানবাহনের ক্ষেত্রেও বিভিন্ন সময় পারমিট ছাড়া চালানোর অভিযোগ ওঠে। কখনও কখনও কড়া পদক্ষেপও করে পুলিশ। সেক্ষেত্রে আদালতের এদিনের নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *