DA Latest News: নতুন বছরেই DA নিয়ে বড় খবর! আশায় রাজ্য সরকারি কর্মীরা – west bengal government employees are looking for supreme court order in da hike case


বড়দিনের আগেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত চার শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতার ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ১ জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীরা এই বর্ধিত DA পেয়ে থাকবেন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেও রীতিমতো অসন্তোষের সুর শোনা গিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের কণ্ঠে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আইনি লড়াই চলবেই, জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন।

বর্তমানে ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামী শুনানি কবে? সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। ঠিক কী বলছে মামলাকারী সংগঠন? এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘আগামী ৫ তারিখের পর শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও এখনও সর্বোচ্চ আদালত নির্দিষ্ট কোনও তারিখ দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে মামলাটা লড়ছে। রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ আদালতের দিকে চেয়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট যদি রাজ্য়ের SLP খারিজ করে দেয় সেক্ষেত্রে মামলাটি হাইকোর্টে চলে আসবে। আমরা সরকারি কর্মীদের জয় নিয়ে আশাবাদী। এর আগে SAT-এও আমরা মামলাটিতে জয় পায়। তারপর মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। আদালত বলেছিল, DA ঐচ্ছিক বিষয় নয়। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতেও আমাদের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত।’

অন্যদিকে, আরও দুই সংগঠন যাঁরা সুপ্রিম কোর্টে DA মামলা লড়ছে তারাও নিজেদের অবস্থানে অনড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও একাধিক সংগঠন এই ডিএ বৃদ্ধি নিয়ে অখুশি হয়েছে। তাঁদের দাবি ছিল, কেন্দ্রীয় হারে যাতে রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেয় রাজ্য সরকারি কর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে ৪ শতাংশ DA ঘোষণার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের DA-র ব্যবধান বিস্তর থাকছে।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দেওয়ার পক্ষে নির্দেশ দিয়েছিল। রায় দেওয়ার তিন মাসের মধ্যে সেই DA মেটানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, রাজ্য এই নির্দেশের পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও তা খারিজ হয়ে যায়। এরপরেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

DA Latest News : ‘নবান্ন চলো’র ভয়েই ৪ শতাংশ ডিএ ‘ভিক্ষার দান’

ডিএ-মামলা: প্রশ্ন প্রাক্তন বিচারপতির
এদিকে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শহিদ মিনারের অদূরে ধরনায় বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *