Howrah Bandel Local : মানকুন্ডুতে লাইনে ফাটল, ছুটির দিনেও ব্যান্ডেল-হাওড়া শাখায় হয়রানির শিকার যাত্রীরা – bandel howrah local train disruption due to crack in rail track


হাওড়া-ব্যান্ডেল লাইনের মানকুন্ডু স্টেশনে রেল লাইনে ফাটল। সকাল ন’টা পনেরো নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে আসে। দ্রুত খবর যায় রেল আধিকারিকদের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেলের কর্মীরা। শুরু হয় লাইন মেরামতির কাজ। ঘটনার জেরে হাওড়া – ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যহত হয়। ২ নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চলাচল হতে থাকে। ফাটল সায়মিকভাবে মেরামত করে ৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো হয় ডাউন লাইন দিয়ে।

রেল কর্মীরা জানাচ্ছেন, ফাটল ধরা ট্রাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ঠান্ডার সময় লোহার ট্রাকে টান পরে ফাটল ধরে। কয়েকদিন আগে শেওড়াফুলিতেও একই রকম ফাটল দেখা গিয়েছিল। রেলকর্মী শুকদেব মণ্ডল বলেন, ‘লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। ইমারজেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন ধীর গতিতে চলাচল করছে। স্থায়ীভাবে যখন ট্র্যাক পাল্টানো হবে তখন ডাউন লাইনে ট্রেন ব্লক থাকবে।’

এদিকে রেলের কাজের জন্য আজ হাওড়া থেকে বাতিল ৩৭৩১৫, ৩৬৮২৩ ও ৩৬৮২৫ ট্রেনগুলি। তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩২৬ ট্রেনটি। বর্ধমান থেকে বাতিল থাকছে ৩৬৮৩৮ ও ৩৬৮৪২। ব্যান্ডেল থেকেও বাতিল থাকছে ৩৭৭৪৯ ট্রেন। কাটোয়া থেকে বাতিল থাকছে ৩৭৭৪৮ ও ০৩০৯৫ এবং আজিমগঞ্জ থেকে বাতিল ০৩০৯৬ ট্রেনগুলি।

পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে ৩৭৩২৮ তারকেশ্বর – হাওড়া লোকাল তারকেশ্বর থেকে বেলা ১১টা ১৫ মিনিটের পরিবর্তে বেলা ১১টা ৪৬ মিনিটে ছেড়েছে । ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর ১টা ১০ মিনিটের পরিবর্তে ছাড়বে দুপুর পৌনে দুটোয়।

অন্যদিকে ১৩০১৫ / ১৩০১৬ হাওড়া – জামালপুর – হাওড়া – কবিগুরু এক্সপ্রেসকে চলার পথে উভয় দিকেই ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হচ্ছে। আবার ১২৩০৪ নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে।

প্রসঙ্গত, রেলের কাজের জন্য বিগত কয়েক মাসে লাগাতার হাওড়া ও শিয়ালদা শাখার মাঝে মধ্যেই ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। যার জেরে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। তারমধ্যে আবার লাইনে ফাটলের মতো ঘটনা। সেক্ষেত্রে ছুটির দিনে যাঁদের বিশেষ কোনও প্ল্যান ছিল তাঁদেরও সমস্যায় পড়তে হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *