International Kolkata Book Fair 2024 : বইমেলায় স্পেশ্যাল সার্ভিস ইস্ট-ওয়েস্ট মেট্রোর, মিলবে রবিবারেও – kolkata metro will run special service in east west corridor during international kolkata book fair 2024


আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। খুব স্বাভাবিকভাবেই প্রতিবছরের মতো এবারেও লাখ লাখ বই প্রেমীদের ভিড় হবে মেলা প্রাঙ্গণে। আর মেলায় আগত মানুষের যাতায়াতে যাতে কোনওরকমের অসুবিধা না হয়, সেই কারণে স্পেশ্যাল সার্ভিস ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এমনকী বইমেলার সময় রবিবারেও মিলবে পরিষেবা।

কলকাতা মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়েছে, ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বইপ্রেমীদের স্বার্থে ইস্ট -ওয়েস্ট করিডোরে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল। সেক্ষেত্রে সোম থেকে শনিবার পর্যন্ত ১০৬টির পরিবর্তে ১২০টি মেট্রো চালান হবে। ভোর ৬টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। সেক্ষেত্রে –

প্রথম পরিষেবা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়

শেষ পরিষেবা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

এছাড়া বই মেলার সময় রবিবারে চলবে মেট্রে। সেক্ষেত্রে ২১ ও ২৮ তারিখ পূর্ব ও পশ্চিমমুখী ৪০টি করে মোট ৮০টি মেট্রো চলবে। রবিবারগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। এক্ষেত্রে –

রবিবারের প্রথম পরিষেবা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়

রবিবারের শেষ পরিষেবা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে

প্রসঙ্গত, যে কোনও বিশেষ উৎসব পার্বন বা ইভেন্টে স্পেশ্যাল সার্ভিস দিয়ে থাকে কলকাতা মেট্রো রেল। কারণ শহর ও সংলগ্ন জেলাগুলি থেকে যাঁরা প্রতিদিনই কলকাতায় যাতায়াত করেন তাঁদের চলাচলের অন্যতম মাধ্যমই হল মেট্রো। সেক্ষেত্রে এই স্পেশ্যাল পরিষেবার মাধ্যমে বইপ্রেমীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *