Kolkata Police : জন্মদিন পার্টিতে শব্দতাণ্ডব! আটকাতে গেলেই পুলিশকে ছোড়া হল বাসনপত্র, গ্রেফতার ২ – kolkata police allegedly attacked for trying to stop illegal dj box playing at entally


খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। তারস্বরে মাইক বাজানো আটকাতে গিয়ে পুলিশে আক্রান্ত হতে হল। ঘটনা এন্টালি থানা এলাকায়। এক সার্জেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সার্জেন্টের অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করেজে এন্টালি থানার পুলিশ।

কী জানা যাচ্ছে?

এন্টালি থানা এলাকায় এক সার্জেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীকে অপদস্থ করা হয়। স্থানীয় একটি অনুষ্ঠান বাড়ির পার্টিতে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে। মাইক বাজানো বন্ধ করতে গেলে সেই অনুষ্ঠান বাড়ির কয়েকজন বাসিন্দা পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ কর্মীদের লক্ষ্য করে অনুষ্ঠান বাড়ির খাবার, বাসনপত্র ছোড়া হয় বলে অভিযোগ।

কী ভাবে ঘটল ঘটনা?

১৫৭ আনন্দ পালিত রোডের কাছে একটি বাড়িতে জন্মদিনের পার্টি চলছিল। অনেক রাত পর্যন্ত সেই আবাসনে পার্টি করা হয় এবং তারস্বরে মাইক বাজানো হয়। আশেপাশের স্থানীয় বাসিন্দারা এন্টালি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে একজন এন্টালি থানার সার্জেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আসেন। অনুষ্ঠান বাড়ির লোকজনকে মাইক বন্ধ করার জন্য বলা হয়।

এরপরেই অনুষ্ঠান বাড়ির কয়েকজন লোক পুলিশের উপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে বাসনপত্র ছোড়া হয়। কয়েকজন পুলিশ কর্মী আহত হন। খবর পেয়ে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা গিয়ে বাকি পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে। সায়ন্তন মিত্র নামে এক সার্জেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এরপরেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Kolkata Road Accident : ভ্যানে ধাক্কা মেরে অডির বনেটে উঠে নাচ চালকের
প্রসঙ্গত, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলায় থানার সামনে অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভূপতিনগর থানার ওসি-সহ ৫ পুলিশকর্মী আহত হন। সেখানে বিজেপির বুথ সভাপতি গৌর মালের বাড়িতে হামলা হয়। তার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। সেই বিক্ষোভ হঠাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *