Toto : মূল্যবান জিনিস ভর্তি ব্যাগ ফেলে যান যাত্রী! খুঁজে পান টোটো চালক, এরপর… – toto driver honestly given back a bag of his passenger at uttar dinajpur


টোটোতে ব্যাগ ফেলে রেখে ভুল করে চলে গিয়েছিলেন এক যাত্রী। প্রয়োজনীয় জিনিস ছিল সেই ব্যাগের মধ্যে। ব্যাগটি পরে লক্ষ্য করেন ওই টোটোর চালক। কিন্তু, ততোক্ষণে নাগালের বাইরে চলে গিয়েছেন সেই যাত্রী। অবশেষে স্থানীয় প্রেস ক্লাবের উদ্যোগে ব্যাগ ফিরে পেলেন সেই যাত্রী। ঘটনা উত্তর দিনাজপুর জেলায়।

সততার নজির গড়লেন এক টোটোচালক। টোটোতে রেখে যাওয়া ব্যাগ উদ্ধার করে তা ফেরত দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। জানা গিয়েছে, গত বুধবার রায়গঞ্জ শহরের বিধাননগর এলাকার বাসিন্দা শতরূপা ভট্টাচার্য্য ও তাঁর পরিবার শ্যামল বর্মন নামে এক টোটোচালকের টোটোতে উঠেছিলেন। গন্তব্যস্থলে পৌঁছে টোটো থেকে নামার পর শতরূপা ভট্টাচার্যের শাশুড়ির একটি ব্যাগ পড়ে যায় ওই টোটোতেই।

পরবর্তী সময়ে সেই ব্যাগটি পান টোটো চালক শ্যামল বর্মন। অনেক খোঁজাখুঁজি করে সেই যাত্রীদের পাননি তিনি। পরবর্তী সময়ে তিনি বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তার এক পরিচিত ভাইকে ঘটনাটি বলেন। তখন এই বিষয়টি তারা সামাজিক মাধ্যমেও প্রচারিত করেন। কিন্তু কোন সুরাহা হয়নি। কোনওভাবে সেই ব্যাগের মালিককে খুঁজে পাচ্ছিলেন না তাঁরা।

অবশেষে রবিবার সেই ব্যাগটি নিয়ে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে যান শ্যামল বর্মন। সাংবাদিকদের সহযোগিতায় অবশেষে সন্ধান মেলে ব্যাগটির প্রকৃত মালিকের।
রবিবার ব্যাগটি তুলে দেওয়া হয় শতরুপা দেবীর হাতে। টোটো চালকের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উত্তর দিনাজপুর প্রেসক্লাব। পাশাপাশি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছে ভট্টাচার্য পরিবারের সদস্যরা।

Birbhum Police : বৃদ্ধাদের বিপদে সারথি হবেন তিনিই, টোটোর স্টিয়ারিং ধরলেন বীরভূমের লেডি কনস্টেবল
ব্যাগের মালিকের বৌমা শতরুপা দেবী বলেন, ‘আমরা সেদিন থেকেই ব্যাগটা খুঁজে যাচ্ছিলাম। কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না। তারপর আজ প্রেস ক্লাব থেকে ফোন আসে। ব্যাগটা খুঁজে পেয়ে আমরা খুবই খুশি।’ তিনি জানান, এরকম সৎ টোটো চালক আমাদের ব্যাগটি ফেরত দিয়েছেন, সেটা খুবই আনন্দের বিষয়। অন্যদিকে, সেই টোটো চালক শ্যামল বর্মন জানান, ব্যাগটি পাওয়ার পর থেকেই আমি খুঁজে যাচ্ছিলাম এর মালিককে। আজ ব্যাগের মালিককে সেটি ফেরত দিতে পেরে আমি খুবই আনন্দিত। গোটা ঘটনায় উত্তর দিনাজপুর জেলার প্রেস ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *