WB Police Recruitment 2024: লোকসভা ভোটের আগেই কি পুলিশে ১২ হাজার চাকরি – west bengal government may recruit 12 thousand candidate in police force as per cabinet decision


সোমনাথ মণ্ডল
রাজ্যের পুলিশ বাহিনীতে কর্মীর ঘাটতি খানিক মিটতে চলেছে খুব শিগগিরই। লোকসভা ভোটের আগেই বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্রের খবর। ভোটের আগেই পাহাড় থেকে জঙ্গলমহলের যুবক-যুবতীদের কাছে চাকরির দরজা খুলতে পারে। করোনার কারণে গত কয়েক বছরে রাজ্য পুলিশে নিয়োগের বিষয়টি কিছুটা থমকে গিয়েছিল। নিয়োগের বিষয়ে রাজ্য-প্রশাসনের কাছে বেশ কয়েক বার দরবারও করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। জানা গিয়েছে, অর্থ দপ্তরের অনুমোদন এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পড়ায় আপাতত ১২ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। কবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পায়, সে দিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।

সরকারকে নিশানা করে বিরোধীরা বার বারই অভিযোগ তোলে, রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা সিভিক ভলান্টিয়ারদের হাতে চলে যাচ্ছে। সিভিক দিয়েই থানাগুলি চালানো হচ্ছে। ভোটের সময়ে এই অভিযোগ আরও তীব্র হয়। পুলিশ সূত্রে খবর, পুলিশে নিয়োগের ক্ষেত্রে কনস্টেবল পদেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৮,৪০০ জন পুরুষ এবং ৩,৬০০ জন মহিলাকে নিয়োগ করা হতে পারে। ট্রান্সজেন্ডাররাও পুলিশে চাকরির জন্যে আবেদন করতে পারবেন এ বার।

সেই সঙ্গে জেলায় জেলায় ‘উইনার্স’ বাহিনীকে আরও শক্তিশালী করারও পরিকল্পনা হয়েছে। কমিশনারেট, জেলা পুলিশ-সহ রাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনীতে ৪০টি উইনার্স ইউনিট রয়েছে। ইতিমধ্যেই মহিলা পুলিশকর্মীদের নিয়োগের প্রক্রিয়া চলছে। তাঁদের প্রশিক্ষণের পর উইনার্স-এর ইউনিটে নিয়োগ হতে পারে। ইউনিটগুলিতে যাঁরা এখন কাজ করছেন, তাঁদের থানা থেকেই নিয়োগ করা হচ্ছে। তার ফলে থানায় পুলিশকর্মীর ঘাটতি হচ্ছে। উইনার্সের জন্য মহিলা পুলিশকর্মীদের বিশেষ ভাবে ট্রেনিং দেওয়া হয়। তাঁদের স্কুটি করে ঘুরতে হয় এলাকায়। অফিসার র‍্যাঙ্কের অফিসারদের কাছে আগ্নেয়াস্ত্রও থাকে। সব দিক বিবেচনা করেই তাঁদের উইনার্স দলে নিয়োগ করা হয়। রাজ্য পুলিশের এক কর্তার কথায়, ‘ট্রেনিং প্রক্রিয় সম্পূর্ণ হলে ওই ইউনিটগুলিতে মহিলা পুলিশকর্মীরা কাজে যোগ দেবেন। কনস্টেবলদেরও আইন-শঙ্খলার কাজে লাগানো যাবে।’

WB Government Job Recruitment : পঞ্চায়েতে ৭ হাজারের বেশি পদে নিয়োগ! শীঘ্রই জারি বিজ্ঞপ্তি
এই নিয়োগ নিয়েও অবশ্য বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বছরখানেক আগে নিয়োগের দাবিতে ভবানীভবনের সামনে হবু পুলিশরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তখন বর্তমান পুলিশ ভবিষ্যতের পুলিশের উপরে লাঠিচার্জ করেছিল। আবার সে রকম একটা কেলেঙ্কারি হতে চলেছে।’ তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘দেশজুড়ে বেকারত্ব বাড়লেও পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিজেপি চায় না, এ রাজ্যে কর্মসংস্থান হোক। তাই বিজেপি নেতারা এমন মন্তব্য করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা অক্ষরে অক্ষরে পালন করা হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *