Bankura Medical College : ভিডিয়ো কলে হৃদরোগের চিকিৎসা, টেলি কার্ডিওলজির সুবিধা পাবেন ৩ জেলার বাসিন্দারা – tele cardiology treatment service started at bankura medical college from monday


ভিডিয়ো কলের মাধ্যমে হৃদরোগের চিকিৎসা। পোশাকি নাম, টেলি কার্ডিওলজি। আধুনিক চিকিৎসা ব্যবস্থার এই সুবিধা এবার পা রাখছে বাঁকুড়া জেলাতেও। সোমবার থেকে এই পরিষেবা প্রদান শুরু হচ্ছে। রাজ্যের মোট ৮টি মেডিক্যাল কলেজে এই পরিষেবা পাওয়া যাবে। তার মধ্যে অন্যতম হল বাঁকুড়া মেডিক্যাল কলেজ।

কলকাতা মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল, আরজিকর, এসএসকেএম, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল, মেদিনীপুর মেডিক্যাল ও বর্ধমান মেডিক্যাল সহ বাঁকুড়া মেডিক্যাল কলেজে এই পরিষেবা চালু হতে চলেছেন। এই আটটি মেডিক্যাল কলেজ টেলি কার্ডিওলজি হাব গড়ে তোলা হয়েছে। আটটি হাব থেকে গোটা রাজ্যেই বিভিন্ন হাসপাতালের রোগীদের পরিষেবা দেওয়া হবে।

কী এই পরিষেবা?

হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতাল স্থানান্তরিত করা হলে অনেক সময় ঝুঁকি থেকে যায়। সেই কারণেই, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চালু হয়েছে এই টেলি কার্ডিওলজি চিকিৎসা ব্যবস্থা। মূলত, ফোন এবং ভিডিয়ো কলের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হয়।

বাঁকুড়া মেডিক্যাল কলেজে বিশেষ ব্যবস্থা

টেলি কার্ডিওলজি চিকিৎসা ব্যবস্থার সুযোগ তো রয়েছেই, এর পাশাপাশি হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরি ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রেও পরামর্শ দেবেন চিকিৎসকরা। অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালের বিশেষজ্ঞরা ফোনে পরামর্শ দেবেন রোগীদের। এর ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাঁকুড়া মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক মাসে গড়ে সম্মিলনী মেডিক্যালে ৯০ থেকে ১০০ জন হৃদরোগে আক্রান্ত রোগী আসেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে দু’জন আরএমও, একজন সিনিয়র রেসিডেন্ট, তিনজন কার্ডিওলজির মেডিক্যাল অফিসার, সাতজন হাউস স্টাফ ও ছ’জন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। তবে এই পরিষেবা চালু হওয়ার পর শুধুমাত্র বাঁকুড়া জেলার রোগীরা পরিষেবা পাবেন তাই নয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ডের একাংশ থেকেও রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে পারবেন।

Katwa Hospital : ক্লার্কের খোঁজে কাটোয়া হাসপাতালে ভিজিল্যান্স হানা, শোরগোল
রাজ্যের তরফে গোটা পশ্চিমবঙ্গ থেকে আপাতত আটটি মেডিক্যাল কলেজে নিয়ে এই টেলি কার্ডিওলজি হাব গড়ে তোলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ থেকেও সোমবার এই পরিষেবা চালু হচ্ছে। এই আটটি জায়গা থেকেই রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা দেওয়ার সুবিধা মিলবে। আগামী দিনে আরও একাধিক সরকারি হাসপাতালে এই টেলি কার্ডিওলজি চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *