সন্দীপ প্রামাণিক: কলকাতাতে আজ দ্বিতীয় দিন কুয়াশার প্রভাব অনেকটাই বেশি ছিল। দমদমে ৫০ মিটারের নিচে দৃশ্যমান্যতা ছিল। উত্তরবঙ্গে দৃশ্যমান্যতা কুয়াশার জন্য অনেকটাই কম চলছে আর বাগডোগরা মালদা কোচবিহার সব জায়গাতেই কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিং ২.০ ডিগ্রি,দক্ষিণবঙ্গে পুরুলিয়াতে ৬.১ তাপমাত্রা ছিল। এখনো উত্তর-পশ্চিম দিকে হওয়া দাপট রয়েছে।
আরও পড়ুন, Joydev Kenduli Mela: জয়দেবের মেলায় জেলবন্দি অনুব্রতর ছবি! পোস্টার ঘিরে বিতর্ক তুঙ্গে
কালকের রাত থেকে উত্তর পশ্চিমের হাওয়া দাপট কমতে থাকবে এর কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে যার অবস্থান ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ও এছাড়া একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের রাজ্যে।এর ফলে আগামীকাল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা সামান্য বৃষ্টি হবে।১৭ এবং ১৮ কলকাতা সহ উপকূলে জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা।
পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা ১৭ ও ১৮ তারিখ।আজ দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হবে, ১৭ ও ১৮ উত্তর বঙ্গের সব জায়গাতেই বৃষ্টি হবে।১৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।১৯ তারিখ আবার দুই বঙ্গে বৃষ্টি কমে যাবে। এই সিস্টেমের জন্য শীতে বাধার সৃষ্টি হবে এবং মিনিমাম তাপমাত্রা বাড়তে থাকবে।পরশুদিন থেকে কলকাতার তাপমাত্র ১৬-১৭ এ গিয়ে পৌঁছাবে। মেঘলা আকাশ থাকবার জন্য কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে। আগামীকালও দুই বঙ্গে কুয়াশায় প্রচুর দাপট থাকবে। কুড়ি তারিখ পর্যন্ত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন, Howrah Murder: পাওনা টাকা আদায় নিয়ে বচসাতেই খুন? জলাজমি থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)