Ram Mandir Opening : মেদিনীপুরে তৃণমূলের উদ্যোগে রাম মন্দির, উদ্বোধন হতেই জুন-দিলীপের তরজা শুরু – ram mandir has inaugurated at midnapore gandhi ghat ahead of ayodhya ram mandir opening


হাতেগোনা ঠিক সাত দিন বাদে অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগে আজ মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধী-ঘাটে নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন। মকর সংক্রান্তির দুপুরে উদ্বোধন হল এই রাম মন্দিরের। শুরু হয়েছে পুজোপাঠ। বারাণসীর দশজন পুরোহিতের মহাযজ্ঞের মধ্যে দিয়ে উদ্বোধন হয় মন্দিরের। রাম সীতা হনুমানজির মূর্তি নবসাজে সাজিয়ে তোলা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধন ও পুণ্য মকর স্নানকে কেন্দ্র করে এদিন কয়েক হাজার মানুষ ভিড় করেন কংসাবতী নদীর তীরবর্তী গান্ধী ঘাটে। সন্ধ্যায় গান্ধী ঘাটেই আয়োজিত করা হবে গঙ্গারতির। গোটা ব্যবস্থাপনাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গান্ধীঘাট চত্ত্বর।

এদিকে এই রাম সীতা মন্দির উদ্বোধনকে স্বাগত জানালেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ওঁদের (তৃণমূল কংগ্রেস) নেতানেত্রীরা অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না। রামকে ভয় পান, নাকি ঘৃণা করেন? কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন। এই রকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? এখানে রাম মন্দির ঠিক আছে, কিন্তু অযোধ্যায় রাম মন্দির ঠিক নেই। সেখানকার সাধুসন্তরা যাঁরা আয়োজন করেছেন, তাঁরা আমন্ত্রণ করেছেন, তাঁরা কেন যেতে পারছেন না? কেন মানুষকে বোকা বানাতে চাইছেন? কীসের ভয়? সংখ্যালঘু ভোটের ভয়ে রাম থেকে দূরে থাকছেন? সারা দেশের মুসলিম সমাজও অযোধ্যায় রাম মন্দির হোক এটা চান।’

এর প্রেক্ষিতে বিধায়ক জুন মালিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রাম তো একা দিলীপদার নয়, রাম সবার। এখানে মন্দিরটা আগে ছিল। অমৃত প্রকল্পের সময় ওই মন্দিরটিকে রাখা যায়নি, ওই নির্দিষ্ট জায়গায়। সেই সময় অনেক কিছু ভেঙে দিতে হয়েছিল। ওরাই আর ওটাকে পুনর্নির্মাণ করে দিচ্ছে। ওই মন্দিরটা আগে থেকেই ছিল। হয়ত দিলীপদা অবগত নন। অযোধ্যায় রাম মন্দিরের সঙ্গে হয়ত এটা একই সঙ্গে হচ্ছে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, শুভ দিন, তাই আমাদের মনে হল আজকেই উদ্বোধনটা করা যাক।’

Ram Mandir : রামমন্দির উদ্বোধনের দিন দেশব্যাপী জ্বলে উঠবে ‘রামজ্যোতি’, প্রদীপ তৈরিতে দম ফেলার ফুরসৎ নেই মৃৎশিল্পীদের
প্রসঙ্গত, আগামী ২২ তারিখ উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সেখানে উপস্থিত থাকবেন দেশের তাবড় তাবড় ব্যক্তিত্ব। যদিও এখনও পর্যন্ত যা খবর, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না থাকারই কথা। রাম মন্দিরকে ‘ভোটের আগের গিমিক শো’ বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *