Varun Dhawan,বাওয়ালের পর ফের একসঙ্গে বরুণ-জাহ্নবী – varun dhawan and janhvi kapoor new movie coming after bawaal watch video


বাওয়ালের পর ফের একসঙ্গে বরুণ-জাহ্নবী? আমাদের লেন্সবন্দি বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। আবারও একসঙ্গে পর্দায় দেখা জাহ্নবী এবং বরুণকে। বাওয়ালে জাহ্নবী এবং বরুণ জুটি বেঁধেছিলে। জাহ্নবী এবং বরুণের জুটি মন ছুঁয়েছিল দর্শকদের। এবার ডেভিড ধাওয়ানের ছবিতে একসঙ্গে দেখা যাবে দু’জনকে। ছবির নাম তবে এখনও জানা যায়নি। এক অনুষ্ঠানে আমাদের ক্যামেরায় ধরা দিলেন বরুণ-জাহ্নবী জুটি। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর বাওয়াল সিনেমায় অন-স্ক্রিন কেমিস্ট্রি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের কাছে। এবারে ফের নতুন সিনেমায় দেখা যাবে তাদেরকে এক সঙ্গে। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *