কুঁয়োয় পড়ে ২ সন্তান; উপর থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে শিক্ষকের দেহ, চাঞ্চল্য এলাকায় |Body of teacher with his two children recovered from Shibdaspur police station area


বরুণ সেনগুপ্ত: সাতসকালে চমকে গেলেন এলাকার মানুষজন। গ্রামের এক নির্বিবাদী শিক্ষক ও তার দুই সন্তানের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার শিবদাসপুর থানা বুদুরিয়া গ্রামে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে  দুই সন্তানকে কুঁয়োয় ফেলে আত্মঘাতী হয়েছেন বাবা। ঠিক কী কারণে এই ঘটনা তা কেউ বলতে পারছেন না।

আরও পড়ুন-মহানগরের সকল বইপ্রেমীদের জন্য সুখবর! বইমেলার সময়ে বর্ধিত পরিষেবা মেট্রোর

মঙ্গলবার সকালে গ্রামবাসীরা দেখতে পান গ্রামে একটি কুয়োয় ঝুলছে পেশায় শিক্ষক যতীন সরকারের দেহ। কুঁয়োয় যে রড থেকে দড়ি লাগিয়ে বালতি নামানো হয় তাই রডেই দড়ি লাগিয়ে ঝুলতে দেখা যায় যতীনবাবুকে। পাশাপাশি তাঁর দুই সন্তানের মৃতদেহ উদ্ধার হয় কুঁয়োর জল থেকে। ওই দুই সন্তানের মধ্যে ছেলের বয়স ৭ বছর ও মেয়ে ৪ বছরের। খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিস এসে তিনটি মৃতদেহ উদ্ধার করে। কী কারণে এমন ঘটনা, কীভাবে ওই দুই শিশুর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিস।

কী কারণে এমন ঘটনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে যতীন সরকারের মায়ের অভিযোগ বেশ কিছুদিন ধরেই ছেলের সঙ্গে বৌমরাম বনিবনা হচ্ছিল না। এক বাড়িতে থাকলেও কার্যত তারা আলাদা থাকতেন যতীন ও তার স্ত্রী। ছেলেকে বিভিন্ন কারণে সন্দেহ করতো বৌমা। মাস খানেক আগে এনিয়ে তাদের মধ্যে মারপিটও হয়। এনিয়ে তীব্র মানসিক কষ্টে ছিলেন যতীন।

অন্যদিকে, বাঁকুড়ায় ওন্দায় একটিপুকুরপাড় থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবকের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ। পরিবারের দাবি পরিকল্পনা করে খুন করে পুকুরের  জলে ফেলে দেওয়া হয়েছে। খুনের কারন নিয়ে ধোঁয়াশায় পুলিস। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ওন্দা পুলিস।  ওন্দা থানার  মিশ্র পাড়া এলাকার সানাপুকুর থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিস। সোমবার রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিস জানিয়েছে মৃতের নাম তরুণ মিশ্র (৪৩)।  মৃতের ঘাড়ে ও পেটে গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে। ওই যুবক ওন্দা স্টেশন রোডের একটি দোকানে কর্মচারী ছিলেন। পরিবারের দাবি সোমবার সকাল থেকে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যে বেলায় সানার পুকুরের পাড়ে রক্ত দেখে এলাকার মানুষ।  পরে ওই পুকুরের জলে ভাসতে দেখা যায় ওই যুবককে। পরিবারের দাবি  পরিকল্পনা করেই খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *