বইমেলা, খাদ্যমেলা, ফুলের মেলা ও মিলন মেলার নাম তো অনেক শুনেছেন। ‘আলুর দমের মেলা’ শুনেছেন? এমনি মেলা দেখতে হলে আসতে হবে হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। বেশ কয়েক দশক ধরেই এই মকর সংক্রান্তির দিনে গ্রামে বসে ‘আলুর দমের মেলা’। এই মেলা-কে ঘিরে হাজার হাজার মানুষ ভিড় জমান সকাল থেকেই।
Source link
