Trinamool Congress: নবীন ও প্রবীণের সহাবস্থান, তৃণমূলের কভার পিকচারে মমতার পাশে কামব্যাক অভিষেকের – trinamool congress change party social media cover picture where mamata banerjee abhishek banerjee is present


‘কভার ফটো’-তেই অনেক রাজনৈতিক গুগলি ‘আনকভার’। সোশ্যাল জমানায় অনেকেই অন্তত মতামত এমনটাই। সম্প্রতি তৃণমূলের অন্দরে আদি-নব্য ‘দ্বন্দ্ব’ নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনৈতিক মহল। আড়াআড়িভাবে ভাগ হয়ে যায় দুটি গোষ্ঠী। বিরোধীদের মধ্যে ফিসফাস চলছিল, তবে কি মমতা এবং অভিষেকের মধ্যেও সমস্ত সমীকরণ সরল নয়! এমনকী, গুঞ্জন উঠেছিল লোকসভা নির্বাচনের প্রচারে শুধুমাত্র ডায়মন্ড হারবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিন্তু, কভার পিকচার বদলেই ‘আনকভার’ হল বহু রাজনৈতিক সমীকরণ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলের কভার পিকচার বদলে দিয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এবং অল্প পিছিয়ে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

অর্থাৎ মমতা এবং অভিষেক যুগলবন্দিতেই যে দল চলবে, সেই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। মমতা কাণ্ডারি হলে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কভার ছবি বদল করে সেই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগে ২১ জুলাই উপলক্ষ্যে বদলানো হয়েছিল কভার ছবি। যেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। তা বদলানো হয় গত বছর ১৩ জুলাই। তার আগে অবশ্য ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির জন্য বদল করা হয়েছিল কভার ছবি। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কভার ফটোর অতীত হাঁতড়ালে তা অবশ্য মমতা-ময়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কভার ছবি বদল করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছে তৃণমূল, মনে করা হচ্ছে এমনটাই। একদিকে যখন আদি-নব্য দ্বন্দ্ব প্রসঙ্গ উত্থাপন করে বিরোধীরা রাজ্য শাসক দলকে নিশানা করতে চেয়েছিলেন সেই সময় এই কভার ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিতে চাইছে রাজ্য শাসক দল। লোকসভা নির্বাচনের আগে প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের জোশকে কাজে লাগিয়েই রাজ্যের ৪২টি আসনে ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূল, তা একপ্রকার স্পষ্ট।

আর এই কভার ছবি বদল করে তৃণমূল যেন বার্তা দিতে চাইব যে ‘পিকচার আভি বাকি হ্যায়’। এখনও পর্যন্ত রাজ্য শাসক দলের তরফে এই প্রসঙ্গে কোনও বার্তা দেওয়া হয়নি। কোনও নেতা বা আই টি সেলের তরফে এই নতুন কভার ফটো নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে লোকসভা নির্বাচনের মুখে এই ছবি বদল তৃণমূলের অন্দরের ছবি অনেকটাই স্পষ্ট করে দেয় বলে মতামত ওয়াকিবহাল মহলের।

তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের তৃণমূল স্তরের সমস্ত কর্মসূচিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তাঁদের একযোগে পোস্টারের ব্যাকগ্রাউন্ডে দেখা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনে এই দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ভোট ময়দানে প্রচারে নামতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *