Ghatal Shishu Mela 2024 : দেবের এলাকায় ‘অপমানিত’ সহযোদ্ধা চিরঞ্জিত! ৪০ সেকেন্ড বক্তব্য রেখেই ছাড়লেন মঞ্চ – actor chiranjeet chakraborty allegedly get insulted at ghatal shishu mela 2024 opening ceremony


ঘাটালে শিশুমেলা উদ্বোধনে এসে ‘অপমানিত’ হলেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। অভিমানে মূল মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। অবশেষে আয়োজকদের অনেক অনুনয় বিনয়ের পর মাত্র ৪০ সেকেণ্ড বক্তব্য রেখেই মঞ্চ ছাড়লেন অভিনেতা।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘাটাল শিশুমেলার উদ্বোধনে আসেন চিরঞ্জিত চক্রবর্তী। শিশুমেলা উদ্বোধনের পর মঞ্চে উপস্থিত সকলে বক্তব্য রাখলেও প্রথমের দিকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। এতেই অভিমানে মূল মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। এরপরেই টনক নড়ে মেলার আয়োজকদের। মেলা কমিটির সদস্যদের অনুরোধে দীর্ঘক্ষণ পর মূল মঞ্চে ফিরে আসেন তারকা বিধায়ক চিরঞ্জিত। তারপরে বক্তব্য রাখতে অনুরোধ করা হয় চিরঞ্জিতকে। অনেক অনুরোধের পর মাত্র ৪০ সেকেন্ড বক্তব্য রেখেই মঞ্চ ছেড়ে বেরিয়ে যান তিনি।

মঞ্চে চিরঞ্জত চক্রবর্তী বলেন, ‘সকলে মেলা দেখতে এসেছেন, মেলা উপভোগ করুন। তাপমাত্রা ভালো আছে। এটা ভগবানের এসি। তাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এটাই আমি চাই। মেলা ৩৫ বছর হল। আমার অনেক শুভেচ্ছা রইল, যেন মেলা ভালো হয়।’

এই ঘটনাকে গিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা ঘাটালজুড়ে। বিষয়টি নিয়ে উৎসব কমিটি যথেষ্ট বীড়ম্বনার মধ্যে পড়লেও মুখ খোলেননি আয়োজকদের কেউই। পাশাপাশি প্রকাশ্যে এই ঘটনা নিয়ে মন্তব্য করেননি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও। তবে কোনও পক্ষই মুখ না খুললেও গুঞ্জন থেমে নেই। প্রসঙ্গত, এই বছর মেলা কমিটির সভাপতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চেয়ারম্যান তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, কার্যকরী সভাপতি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া, যুগ্ম সাধারণ সম্পাদক ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দোলই।

প্রসঙ্গত, ঘাটালের বহু পুরনো এই মেলা। এই বছর এই মেলা ৩৫ বছরে পা দিল। স্বাভাবিকভাবেই শীতকালে ঘাটালবাসীর কাছে এই মেলা একটি অন্যতম আকর্ষণ। প্রতিবছর এই মেলায় বহু মানুষের সমাগম হয়। মেলায় বিভিন্ন ধরণের স্টলও বসে। চলে দেদার বিকিকিন। সঙ্গে থাকে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান। এই বছরও মেলায় বহু শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। তাঁদের মধ্যে স্থানীয় শিল্পীরা ছাড়াও রয়েছেন সেলেব্রিটিরা। পারফর্ম করবেন নন্দী সিস্টার্স, নীতি মোহন, ঊষা উত্থুপ, বুলেট, রাফা ইয়াসমিন, বিদিপ্তা চক্রবর্তী, জাভে আলি, ঋষি সিং ও মহম্মদ ইরফান। এছাড়াও পারফর্ম করবে আন্ডারগ্রাউন্ড অথরিটি। তবে মেলার সূচনাতেই এই ঘটনা ঘটে যাওয়ায় কোথাও যেন শুরুতেই তাল কেটে গেল বলে মনে করছেন ঘাটাবাসীদেরই একাংশ। তবে প্রত্যেকেরই আশা, মেলার বাকি দিনগুলি কাটবে ভীষণই সুন্দর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *