Kolkata Road Accident : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ আহত ৩৯ জন যাত্রী – two buses accident near rashmoni bazar in beleghata 39 passengers injuring


এই সময়: বেলেঘাটায় বেপরোয়া গতি! মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সরকারি এবং বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হলেন ৩৯ জন যাত্রী! রানি রাসমনি বাজারের কাছে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। বাসে থাকা শিশুরাও আহত হলেও, তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেল চারটে নাগাদ বেলেঘাটা মেন রোডে রানি রাসমনি বাজারের কাছে বেপরোয়া গতিতে শিয়ালদহ থেকে ধামাখালির দিকে যাচ্ছিল একটি সরকারি বাস৷ সাড়ে তিনটে নাগাদ উল্টো দিক থেকে আসা ৪৪/১ নম্বরের বাগুইআটি-হাওড়া রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

দুই বাসের ড্রাইভারের দিকের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতও হন চালক। দু’টি বাসের যাত্রীরা চোট পান। অনেকে রক্তাক্তও হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয় বলেই দাবি পুলিশের। আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ভর্তি রয়েছেন একটি বাসের চালক।

Kolkata Bus: বাড়তি ভাড়ায় অসুবিধে নেই, কিন্তু সামঞ্জস্য থাকবে না কেন?
দুর্ঘটনার জেরে সরকারি বাসের ক্ষতি হয়েছে সব থেকে বেশি৷ অভিঘাতে বাসের জানালার কাচ ভেঙেও আহত হয়েছেন কেউ কেউ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বেলেঘাটা মেন রোডও৷ পরে দুটি বাসকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ, বেলেঘাটা মেন রোড খুব একটা চওড়া নয়। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে দু’পাশেই গাড়ি দাঁড় করানো থাকে। এমনকী দোকানপাটও বসে। রানি রাসমনি বাজারের কাছে পরিস্থিতি আরও খারাপ।

বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৩৯ জন আহত হয়েছেন। তার মধ্যে ৩০ জনকে নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। আহতদের মধ্যে ১৬ জন মহিলা ছিলেন। ২৮ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, দু’জন ভর্তি ছিলেন।

পরে একজনকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৯ জনকে। তার মধ্যে একজন শিশুও ছিল। তবে প্রত্যেকে ছেড়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *