Newborn Baby,মেয়েকে বাড়ি আনতে ফুল-মালায় সাজল গাড়ি – basirhat resident nuruzzaman gazi is happy to newborn girl child


এই সময়, বসিরহাট: সমাজকে সচেতনতার বার্তা দিতে সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে রীতিমতো উৎসবের মেজাজে বাড়ি ফিরলেন বসিরহাটের অনন্তপুরের বাসিন্দা নুরুজ্জামান গাজি। দেশের বিভিন্ন প্রান্তে যখন মেয়ে হলে অনেক ক্ষেত্রেই মাকে গঞ্জনা শুনতে হয় বলে রোজ খবর আসে, সেখানে ব্যতিক্রমী ছবি চোখে পড়ল বসিরহাটে। মা ও মেয়েকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়েছিলেন নুরুজ্জামান।

নুরুজ্জামান-নাসিমা খাতুনের এটি দ্বিতীয় সন্তান। তাঁদের প্রথম সন্তানও মেয়ে। দু’দিন আগে বসিরহাটের একটি বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন নাসিমা খাতুন। এ দিন নাসিমা-চেতনাকে নিয়ে বাড়ি ফেরেন নুরুজ্জামান। তার আগে বেশ ঘটা করে একটি গাড়ি সাজিয়ে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ চেতনাকে ডিসচার্জ করার সময় সদ্যোজাতের মা-বাবাকে ফুলের মালা পরান। এরপর মেয়ে গাড়িতে উঠতেই উপস্থিত আত্মীয়স্বজন গাড়িতে ফুল ছড়াতে থাকেন। পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করানো হয়।

চেতনার বাবা নুরুজ্জামান গাজি বলেন, ‘কন্যা ঘরের লক্ষ্মী। তাই একটা হোক বা দুটো, তারা সমাজে কখনওই বোঝা নয়। ছেলে-মেয়ে সব সমান। সমাজ যাতে সচেতন হয় তাই মেয়ের নাম রেখেছি চেতনা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *