১২ জানুয়ারি মুক্তি পেয়েছে বাংলা ছবি শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিনেমা নিয়ে চর্চা শুরু হয় এই ছবির প্রথম পোস্টার বেরোনোর পরেই। ছবির ট্রেলার যথেষ্ট প্রশংসিত হয়েছে সব মহলে। এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় ও পরান বন্দ্যোপাধ্যায়কে। এই সিনেমা নিয়েই পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সাক্ষাত্কার সেরে ফেললাম আমরা। এই ছবি একেবারে অন্য ঘরানার ছবি (Paran Bandopadhyay Interview)। এই ছবির স্ক্রিপ্ট শুনে কেন রাজি হয়েছিলেন অভিনয় করতে? সেই নিয়ে খোলসা করলেন বর্ষীয়ান এই অভিনেতা। গত বছরের শেষে বড়দিনের সময় রিলিজ করা প্রধান সিনেমায় অভিনয় দর্শকের মন জয় করেছেন। এবারে শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে-তে কত সফল তিনি? আসুন বিস্তারিত দেখুন এই জমজমাট আড্ডার ভিডিয়ো।